ব্রুনেই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, মাসে ৪৩ হাজারসহ নানা সুবিধা

ব্রুনেইয়ের দারুসসালাম বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের নানা সুযোগ–সুবিধা দেয়। বিনা খরচে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেয় বিশ্ববিদ্যালয়টি। ইউবিডি গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের (ইউজিআরএস) আওতায় শিক্ষার্থীরা এই বৃত্তি পান। বাংলাদেশের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ থাকে এ বৃত্তি পেতে।

দারুসসালাম বিশ্ববিদ্যালয় ১৯৮৫ সালে ব্রুনেইয়ের বন্দর সেরি বেগাওয়ানে যাত্রা শুরু করে। দেশটির অন্যতম সর্ববৃহৎ এ বিশ্ববিদ্যালয়টি গবেষণার মানে বিশ্বে কিউএস র‌্যাংকিংয়ে বর্তমানে ৩২৩তম স্থানে আছে।

সুযোগ-সুবিধাসমূহ—

  • টিউশন ফি মওকুফ

  • প্রতি মাসে শিক্ষার্থীদের ৫০০ ব্রুনেই ডলার (বাংলাদেশি টাকায় ৪৩ হাজার ৭৯৪ টাকা, ১ ব্রুনেই ডলার সমান ৮৭ টাকা ৫৯ পয়সা হিসাবে, ১৬ জুলাইয়ের হিসাবে) মিলবে

  • ক্যাম্পাসে বিনা খরচে আবাসন সুবিধা

  • বিমানে যাতায়াতের খরচ

  • গবেষণা ভাতা

  • বইয়ের জন্য বাৎসরিক ভাতা

আবেদনের যোগ্যতা—

  • স্নাতকোত্তর বা সমমানসহ আবেদনে প্রার্থীদের অবশ্যই প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে

  • আবেদনকৃত প্রোগ্রামের প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করতে হবে

  • ডিগ্রি অর্জন শেষে নিজ দেশে ফেরত আসতে হবে

আবেদনে প্রয়োজনী নথিপত্র—

  • আবেদনকারীর সিভি

  • আবেদনকারীর পাসপোর্ট

  • রেফারেন্স লেটার

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট

  • স্টেটমেন্ট অব পারপাচ

  • রিসার্চ প্রপোজালসহ নানা নথি
    আবেদনপ্রক্রিয়া—
    অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন