২০২৫ সালের কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনা তরুণ অধিকারকর্মী, উদ্ভাবক এবং নেতাদের বৈশ্বিক নেটওয়ার্কে যোগ দেওয়ার সুযোগ পাবেন
২০২৫ সালের কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনা তরুণ অধিকারকর্মী, উদ্ভাবক এবং নেতাদের বৈশ্বিক নেটওয়ার্কে যোগ দেওয়ার সুযোগ পাবেন

যুক্তরাষ্ট্রের এক বছরের সিইই প্রোগ্রাম, বয়স ২০ থেকে ২৭ হলে আবেদন

যুক্তরাষ্ট্রের কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) প্রোগ্রামে আবেদন চলছে। পৃথিবীতে পরিবর্তন আনতে চাওয়া তরুণ অধিকারকর্মী, উদ্ভাবক এবং নেতাদের বৈশ্বিক নেটওয়ার্কে যোগ দেওয়ার সুযোগ আছে এ প্রোগ্রামে। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নের এ প্রোগ্রামে আবেদনের সুযোগ আছে বাংলাদেশিদেরও। আবেদনপ্রক্রিয়া চলবে আগামী মঙ্গলবার (২ জুলাই) পর্যন্ত। আগ্রহীদের এর মধ্য আবেদন করতে হবে। যুক্তরাষ্ট্র দূতাবাসের এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৫ সালের কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) প্রোগ্রামে আবেদনের সময় এখনো আছে। এর মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনা তরুণ অধিকারকর্মী, উদ্ভাবক এবং নেতাদের বৈশ্বিক নেটওয়ার্কে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এক বছর মেয়াদি এই নেতৃত্ব বিকাশের কার্যক্রমটিতে ১০০টিরও বেশি দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। ২০ থেকে ২৭ বছর বয়সী সুশীল সমাজ নেতাদের জন্যই এ প্রোগ্রাম সাজানো হয়েছে। নেটওয়ার্ক, সম্পর্ক এবং জনকল্যাণে তথ্য ব্যবহারের শক্তিকে কাজে লাগিয়ে নাগরিক সংলাপ ও শান্তিস্থাপন, মুক্ত ও অংশগ্রহণমূলক সরকার, নারী ও জেন্ডার, অভিযোজন সক্ষমতা ও টেকসই উন্নয়ন এবং যুবসমাজের সক্রিয়তাসহ একুশ শতকের বিভিন্ন জরুরি সমস্যা নিরসনে সুশীল সমাজ যেন সক্ষম হয়, সে হিসাব পরিকল্পনা করা হয়েছে সিইইতে। এ কার্যক্রমের আওতায় পূর্ণ অর্থায়নে আমেরিকার একটি সুশীল সমাজ প্রতিষ্ঠানে তিন মাস হাতে-কলমে শেখার সুযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রের কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) প্রোগ্রামে আবেদনের সুযোগ আছে বাংলাদেশিদেরও

কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) কার্যক্রমের লক্ষ্য হলো নেতৃত্বের বৃহত্তর ভূমিকা অনুধাবন, সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতামূলক নেতৃত্ব প্রদানে অংশগ্রহণকারীদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বিশ্বব্যাপী সুশীল সমাজের জন্য উদ্ভাবনী পরিবেশ সৃষ্টিতে অংশগ্রহণকারী (ফেলোদের) ক্ষমতায়ন। পূর্ণ অর্থায়নে যুক্তরাষ্ট্রে তিন মাসের হাতে-কলমে অনুশীলনের বাইরে এই কার্যক্রমের আওতায় রয়েছে নেতৃত্ব ও সামাজিক সক্রিয়তা, সেবা বিষয়ে শেখার সুযোগ, পরামর্শ দান এবং ফেলোদের নিজ নিজ দেশে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন বিষয়ে অনলাইন ও মুখোমুখি প্রশিক্ষণ।

আবেদনপ্রক্রিয়া চলবে আগামী মঙ্গলবার (২ জুলাই) পর্যন্ত

আবেদনের যোগ্যতার অন্য শর্তাবলি—

*যোগ্যতার শর্তাবলি পূরণ করে না, এমন আবেদনগুলো অযোগ্য বিবেচিত হবে। বাছাই কমিটি এ আবেদন পর্যালোচনা করা হবে না;

*বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে;

*ইংরেজিতে কথা বলা ও লেখার উচ্চ সক্ষমতা;

*নিজ দেশে জনসমাজের অংশগ্রহণে পরিচালিত কোনো কমিউনিটি এনগেজমেন্ট প্রজেক্ট (সিইপি) সম্পন্ন করতে দেশে ফেরার অঙ্গীকার;

*যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অভিবাসী নন এবং গত তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসনের জন্য আবেদন করেননি;

*যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়িত কোনো বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, এমন আবেদনকারীর নিজ দেশে অবস্থানের আবশ্যকীয় সময়সীমা অবশ্যই দুই বছর পূর্ণ হতে হবে;

*কার্যক্রম শেষে ন্যূনতম দুই বছরের জন্য নিজ দেশে ফেরার অঙ্গীকার।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন