নানইয়াং ইন্টারন্যাশনাল স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন
নানইয়াং ইন্টারন্যাশনাল স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন

সিঙ্গাপুরে নানইয়াং বৃত্তি : ৩০০ শব্দে ব্যক্তিগত বিবৃতি, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীরা পাবেন অগ্রাধিকার

সিঙ্গাপুরে বিদেশি শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি দেয়। এর একটি হলো নানইয়াং ইন্টারন্যাশনাল স্কলারশিপ। এ বৃত্তির ২০২৫ সালের জন্য আবেদন চলছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য। নানইয়াং প্রযুক্তি ইউনিভার্সিটি (এনটিইউ) সিঙ্গাপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৯৮১ সালে যাত্রা শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টি বিশ্বের নানা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ২৫–৩০ এর মধ্যে জায়গা করে নেয়। এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

  • নানইয়াং প্রযুক্তি ইউনিভার্সিটির বৃত্তির জন্য নির্বাচিত হলে শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ পাবেন;

  • জীবনযাপন ভাতা হিসেবে বছরে শিক্ষার্থীরা সাড়ে ৬ হাজার সিঙ্গাপুর ডলার পাবেন;

  • বাসস্থান ভাতা হিসেবে মিলবে ২ হাজার সিঙ্গাপুর ডলার;

  • এর বাইরেও বেশ কিছু সুযোগ-সুবিধা মিলবে এ বৃত্তিতে।

আবেদনের যোগ্যতা

  • আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে;

  • সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

  • প্রার্থীর মধ্য অবশ্যই নেতৃত্বের ক্ষমতা ও গুণাবলি থাকতে হবে;

  • ৩০০ শব্দের মধ্যে ব্যক্তিগত বিবৃতি লিখতে হবে;

  • রিকমেন্ডেশন লেটার।

সাক্ষাৎকার

শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে সাক্ষাৎকারের তারিখ জানানো হবে। এ স্কলারশিপের সাক্ষাৎকার ২০২৫ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৪।