আমেরিকার কলাম্বিয়া ইউনিভার্সিটির ওবামা ফাউন্ডেশন স্কলারস ২০২৪-২৫ প্রোগ্রামের জন্য আবেদন শুরু হয়েছে। ফুল ফান্ডেড এ প্রোগ্রাম নেতৃত্ব বিকাশের একটি প্রোগ্রাম। আমেরিকাসহ বিশ্বের ভবিষ্যৎ নেতাদের জন্য একটি প্রোগ্রাম, যাঁরা তাঁদের সম্প্রদায়, দেশ ও অঞ্চলের নানা চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করার চেষ্টা করে যাবেন।
ওবামা ফাউন্ডেশনের স্কলাররা কলাম্বিয়া ইউনিভার্সিটিতে একটি শিক্ষাবর্ষে তাঁদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে এবং নতুন ক্ষমতা ও নেটওয়ার্ক তৈরি করেন। প্রোগ্রামটি শেষ হওয়ার পর স্কলাররা, তাঁরা যে অঞ্চলে কাজ করছেন, সেখানে ফিরে যাবেন এবং তাঁদের অর্জিত অভিজ্ঞতা ওই অঞ্চলের পরিবর্তনে ভূমিকা রাখবে।
উদীয়মান নেতা, যাঁরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অর্থপূর্ণ অবদান রেখেছেন এবং এখন তাঁদের কর্মজীবনে ভালো করছেন।
প্রোগ্রামটি শেষ করার পর নিজ দেশে ফিরে আসতে হবে।
ইংরেজিতে দক্ষতা থাকতে হবে (মৌখিক, লিখিত ও কথ্য)।
তাদের সম্প্রদায়ের ভবিষ্যৎকে ইতিবাচকভাবে গঠন করার ক্ষমতা ও প্রবণতা থাকতে হবে।
আবেদনের বয়স ২৬ থেকে ৪৫ বছর পর্যন্ত।
অনলাইন আবেদনপত্র।
জীবনবৃত্তান্ত।
নিজের প্রতিশ্রুতি সম্পর্কে তিন মিনিটের একটি ভিডিও বার্তা পাঠাতে হবে।
ছোট প্রবন্ধের মাধ্যমের প্রশ্নের উত্তর।
ইংরেজিতে দক্ষতার প্রমাণপত্র।
সাম্প্রতিক সময়ের দুটি রেফারেন্সের চিঠি।
নিউইয়র্কে জীবনযাত্রার খরচের মাসিক উপবৃত্তি।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি সজ্জিত স্টুডিও অ্যাপার্টমেন্টে ৯ মাস থাকার সুযোগ।
কলাম্বিয়া ইউনিভার্সিটিতে চারটি পর্যন্ত কোর্সের সব টিউশন ফি ফ্রি।
নিউইয়র্ক সিটিতে প্রোগ্রামের সময়কালের জন্য প্রাথমিক চিকিৎসা ও জীবনবিমা।
দেশ থেকে আমেরিকা যাতায়াতের বিমানভাড়া।
প্রোগ্রাম-সম্পর্কিত কার্যক্রমের যাতায়াত সুবিধা।
আবেদনের শেষ তারিখ ১২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বিকেল ৫টা পর্যন্ত।