চেভেনিং সাউথ এশিয়া জার্নালিজম ফেলোশিপ (এসএজেপি) দেয়। এ জন্য আবেদন আহ্বান করা হয়। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপে শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ওয়েস্ট মিনস্টার বিশ্ববিদ্যালয় এ ফেলোশিপের পুরো কর্মকাণ্ড পরিচালনা করবে। এর অর্থায়ন করে ইউকে ফরেন অফিস, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিস।
সম্পূর্ণ প্রোগ্রাম ফ্রি;
ফেলোশিপ চলার সময়ে জীবনযাপনের ব্যয় মিলবে;
যুক্তরাজ্যের যাতায়াতের জন্য ইকোনমিক ক্লাসের বিমানের টিকিট।
ফেলোশিপে আবেদনের যোগ্যতা—
আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপের নাগরিক হতে হবে;
ফেলোশিপের শেষে নিজ দেশে ফিরে যেতে হবে;
আবেদনের সময় স্নাতকোত্তর সম্পন্ন থাকতে হবে;
কমপক্ষে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
রাজনীতি বা অর্থনীতির ক্ষেত্রে সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে;
সাক্ষাৎকারের অংশগ্রহণের জন্য ইংরেজিতে ভালো কাজের দক্ষতা থাকতে হবে;
ব্রিটিশ কিংবা দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না;
ফেলোশিপের সব প্রাসঙ্গিক নির্দেশিকা মেনে চলতে হবে;
যুক্তরাজ্যের সরকারের একজন কর্মচারী, সাবেক কর্মচারী বা কর্মচারীর আত্মীয় হওয়া যাবে না। গত দুই বছরের মধ্যে চেভেনিং আবেদন (ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিস, ব্রিটিশ দূতাবাস, হাইকমিশনসহ), ব্রিটিশ কাউন্সিল, স্পনসরকারী ইউকে বিশ্ববিদ্যালয় বা অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটির কর্মী হওয়া যাবে না।
আবেদন শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর থেকে
অ্যাসেসমেন্ট: মধ্য অক্টোবর থেকে নভেম্বর ২০২৩
শর্ট লিস্টের তালিকা হবে নভেম্বর-ডিসেম্বর ২০২৩
সাক্ষাৎকার গ্রহণের তারিখ জানুয়ারি, ২০২৪
ফলাফল ঘোষণা ফেব্রুয়ারি, ২০২৪। এ মাসেই কাগজপত্রের কাজ গোছানো ও ভিসা আবেদন শুরু
ফেলোশিপ শুরু: ২০২৪ সালে মে মাসে। ফেলোশিপ শেষ একই বছরের জুনে।