অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে। এই বৃত্তির কেতাবি নাম ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’। কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তি পেলে।
অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিস বিশ্বের প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একটি নেটওয়ার্ক। ১৯১৩ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি কমনওয়েলথজুড়ে উচ্চশিক্ষার প্রতিনিধিত্বকারী অনুমোদিত সংস্থা। কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ কমনওয়েলথের যেকোনো জায়গা থেকে মেধাবী শিক্ষার্থীদের নতুন দক্ষতা বিকাশ, অন্য দেশে জীবন অভিজ্ঞতা অর্জন এবং তাঁদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ করে দেয়।
সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;
মাসিক ভাতা প্রদান;
গবেষণা সহায়তা প্রদান;
যাতায়াতের জন্য বিমানভাড়া;
বসবাসের জন্য ভাতা।
আবেদনকারীদের কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে;
নির্দিষ্ট বয়সসীমা নেই;
আবেদনকারীদের অবশ্যই আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এবং কোর্সের মানদণ্ড পূরণ করতে হবে;
একাডেমিক পেপারস;
দুটি রেফারেন্স লেটার;
স্টেটমেন্ট অব পারপাস;
ইংরেজি ভাষা দক্ষতার সনদ (আইএলটিএস/মিডিয়াম অব ইনস্ট্রাকশনের সনদ);
আবেদনকারীর সিভি।
আবেদনের শেষ সময় ২৪ মে।
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।