প্রতীকী মেধাবী শিক্ষার্থীর ছবি
প্রতীকী মেধাবী শিক্ষার্থীর ছবি

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য ময়মনসিংহ জেলা পরিষদের বৃত্তি

আবেদনের শেষ তারিখ ২৮ মার্চ ২০২৪

ময়মনসিংহ জেলা পরিষদের রাজস্ব তহবিলের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা, গরিব ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে।

শর্তাবলি

  • আবেদনকারীগণকে ২০২৩ সালের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ৫–এর নিচের জিপিএ প্রাপ্তগণ আবেদন করলে তা সরাসরি বাতিল হবে। মুক্তিযোদ্ধা কোটায় ও প্রতিবন্ধী প্রার্থীগণের ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ–৩.৫০ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন।

  • জেলা পরিষদ, ময়মনসিংহের ওয়েবসাইট (zpmymensingh.org.bd) থেকে আবেদন ফরমের নমুনা ডাউনলোড করে A4 সাইজের কাগজে প্রিন্ট করে আবেদন ফরম প্রস্তুত করা যাবে। A4 সাইজের কাগজে ফটোকপি করা আবেদন ফরমও গ্রহণযোগ্য হবে।

আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে

  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে।

  • এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।

  • ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

জেনে রাখুন

  • আবেদনকারী কর্তৃক বৃত্তির আবেদন ফরম সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশ ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ ২৮ মার্চ ২০২৪ তারিখের মধ্যে জেলা পরিষদ কার্যালয়, ময়মনসিংহে ও নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে হবে। উক্ত তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

  • নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বৃত্তির আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করা যাবে। তবে সে ক্ষেত্রে প্রাপ্তি স্বীকারপত্র বৃত্তি প্রদানের আগে অফিস চলাকালে যেকোনো সময়ে গ্রহণ করা যাবে।

  • আবেদনকারী অধ্যয়নরত না হলে বৃত্তি প্রদান করা হবে না। আবেদনকারীর নিজ নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

আবেদন ফরম ডাউনলোড করতে ভিজিট করুন: zpmymensingh.org.bd/?p=2806

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: zpmymensingh.org.bd