জাপানের সুমিতমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওসিনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তি দেবে। বৃত্তির জন্য নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ১০ জন নিয়মিত শিক্ষার্থী এ বৃত্তি পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বৃত্তির জন্য ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২০১৯ সালের উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী শিক্ষার্থীকে হতে হবে বাংলাদেশের নাগরিক। আবেদনকারীদের চতুর্থ বিষয় বাদে এসএসসি ও এইচএসসিতে ৪ দশমিক ৮০ জিপিএপ্রাপ্ত হতে হবে।
আবেদন ফরম রেজিস্ট্রার দপ্তরের ২০৮ (ক) নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নিজ নিজ বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর, সিলসহ রেজিস্ট্রার অফিসের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং-২০৮/ক) জমা দিতে হবে। আবেদনকারীর লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন মর্মে বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক একটি ইংরেজি প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি ও নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এ বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য।
৩১ জানুয়ারির মধ্যে আগ্রহীরা আবেদন করতে পারবেন।