আমেরিকার হার্ভার্ড রেডক্লিফে ফেলোশিপে আবেদনের সুযোগ আছে বাংলাদেশিদেরাও। বাংলাদেশের বৈজ্ঞানিক, লেখক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যাঁরা প্রতিনিয়ত কাজ করছেন (ব্যক্তিগত উদ্যোগ বা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে), তাঁরা হার্ভার্ড রেডক্লিফে ফেলোশিপ করার সুযোগ পাবেন।
৯ মাসের এ ফেলোশিপের জন্য ৭৮ হাজার ৫০০ মার্কিন ডলার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় ৯২ লাখ ৯৮৫ টাকা। এর সঙ্গে থাকছে মাসিক স্টাইপেন্ড, থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং নিজের গবেষণার খরচসহ অন্য সব সুবিধা।
আগ্রহী প্রার্থীদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে জে-১ ভিসা। বৈজ্ঞানিক থেকে ইঞ্জিনিয়ার, সাংবাদিক ও লেখকদের দিতে হবে নিজের কাজের নমুনা। যাঁরা শিল্পী হিসেবে আবেদন করবেন, তাঁদের দিতে হবে নিজের কাজের ভিডিও এবং চিত্রশিল্পী হলে নিজের কাজের চিত্র।
আবেদন কীভাবে
এ ফেলোশিপের জন্য আবেদন করতে হবে অনলাইনে। বিস্তারিত পাওয়া যাবে Harvard Radcliffe Fellowship 2024-25 –এর ওয়েবসাইটে। এ সাইটে যাওয়ার পর নিজের ই–মেইল ও পাসওয়ার্ড দিয়ে একটি আইডি তৈরি করতে হবে। এরপর আবেদনের প্রক্রিয়ার জন্য আবেদনপত্র পাওয়া যাবে। সবকিছুই হবে অনলাইনে। আবেদনের সঙ্গে দিতে হবে সমাজের বিভিন্ন ক্ষেত্রের তিনজনের সুপারিশপত্র। আবেদনের প্রক্রিয়া নিয়ে কোনো কিছু জানতে চাইলে harvardradcliffefellowship@adcliffe.harvard.edu–তে ই–মেইলে যোগাযোগ করতে হবে।
আবেদন শেষ কবে
আর্টিস্ট ও সাংবাদিকদের আবেদন পাঠানোর সময় শেষ হয়েছে। বৈজ্ঞানিক থেকে গণিত ও ইঞ্জিনিয়ারিংয়ে আগ্রহীদের আবেদন পাঠানোর শেষ সময় আগামীকাল বুধবার (৩ অক্টোবর)।