ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে চার দেশে পড়াশোনা, মিলবে ১ লাখ ৮২ হাজার টাকা

ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেওয়া হয় ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে। ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ এ বৃত্তির যাত্রা শুরু ১৯৮৭ সালে। বৃত্তিটির আওতায় শিক্ষার্থীরা প্ল্যান্ট হেলথ প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন। দুই বছর মেয়াদি এ বৃত্তির চার সেমিস্টার ইউরোপের চারটি দেশে পড়ার সুযোগ মিলবে। নির্বাচিত শিক্ষার্থীরা উদ্ভিদ ও ফসল সুরক্ষা সম্পর্কে শেখার সুযোগ পাবেন বৃত্তির নিয়ে পড়ার সময়ে। এ বৃত্তির কেতাবি নাম ‘ইরাসমাস মুন্ডাস মাস্টার ইন প্ল্যান্ট হেলথ স্কলারশিপ ২০২৫’।

সুযোগ-সুবিধা—

*শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে

*আছে বিমার সুযোগ

*ভ্রমণ, ভিসা, ইনস্টলেশন এবং জীবিকা নির্বাহে মাসে ১ হাজার ৪০০ ইউরো মিলবে। ১ ইউরো সমান ১২৯ টাকা ৮৩ পয়সা ধরলে বাংলাদেশি মুদ্রায় মিলবে ১ লাখ ৮১ হাজার ৭৬২ টাকা।

অংশগ্রহণকারী দেশ ও বিশ্ববিদ্যালয়—

পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া (স্পেন), ফরাসি বিশ্ববিদ্যালয় (ফ্রান্স), গোটিংজেন বিশ্ববিদ্যালয় (জার্মানি) ও পাডোভা বিশ্ববিদ্যালয় (ইতালি)।

প্রোগ্রামের ধরন—

প্রথম বর্ষে শিক্ষার্থীদের অবশ্যই স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া অথবা ইতালির পাডোভা বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ কোর্স ইংরেজি ভাষায় পড়তে হবে। দ্বিতীয় বর্ষে অবশ্যই আরেক দেশে অবস্থান করতে হবে। এরপর দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার স্পেন, জার্মানি, ফ্রান্স বা ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা—

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের কৃষিবিদ্যা, কৃষিবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিএসসির শেষ বর্ষেও শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি

ইরাসমাস মুন্ডাস মাস্টার ইন প্ল্যান্ট হেলথ স্কলারশিপ ২০২৫-এর জন্য আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীরা বৃত্তিটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ কবে: ৩১ ডিসেম্বর ২০২৪।