নেদারল্যান্ডস বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্নাতকোত্তর এবং বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ দিচ্ছে। ‘অরেঞ্জ নলেজ প্রোগ্রাম-ওকেপি’ নামের এক স্কলারশিপের আওতায় বিদেশি শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা খরচে পড়ার সুযোগ পাবেন। এ স্কলারশিপে নানা কোর্সে ভর্তির জন্য অফার করা হয় শিক্ষার্থীদের। বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য। শিক্ষার্থীরা ইন্টেগ্রেটেড ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, ইন্টেগ্রেটেড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট, ডেল্টা ম্যানেজমেন্ট এবং সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস বিষয়ে পড়াশোনা করতে পারবেন।
নেদারল্যান্ডসে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বৃত্তিতে অর্থায়ন করে। এ বৃত্তিতে সংক্ষিপ্ত কোর্সে মনোনয়ন পেলে ২ সপ্তাহ থেকে শুরু কবে ১২ মাস পর্যন্ত বৃত্তি মিলবে। আর মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি পেলে ১ থেকে ২ বছর পর্যন্ত বৃত্তি মিলবে। ‘অরেঞ্জ নলেজ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করবে দেশটি। টিউশন ফি ছাড়াও বিমান খরচ, মাসিক উপবৃত্তি ও স্বাস্থ্যবীমাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা মেলে এ বৃত্তি পেলে।
*ওকেপি নির্ধারিত দেশের নাগরিক হতে হবে
*প্রাপ্ত ডিগ্রিগুলোর একাডেমিক ফলাফল ভালো হতে হবে
*সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ থাকতে হবে
*ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে।
*আবেদনকারীর পাসপোর্ট
*একাডেমিক পেপারস
*দুইটি রেফারেন্স লেটার
*পার্সোনাল স্টেটমেন্ট
*ইংরেজি দক্ষতা সনদ
*জীবন বৃত্তান্ত
*রিসার্চ প্রপোজাল (যদি থাকে)।
আবেদনকারীকে প্রথমেই একটি কোর্স নির্বাচন করতে হবে। এরপর পছন্দের বিষয়টি যে বিশ্ববিদ্যালয়টি অফার করছে, সেই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।