হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম হংকং সরকারের সম্পূর্ণ অর্থায়িত একটি বৃত্তি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ বৃত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা হংকং বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে পারবেন। প্রোগ্রামটিতে অর্থায়ন করে হংকংয়ের রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি)। বিশ্বের প্রতিভাধর ব্যক্তিদের আকৃষ্ট করাই এ ফেলোশিপ স্কিমের অন্যতম উদ্দেশ্য। প্রতিবছর তারা ৩০০ ফেলোশিপ প্রদান করবে।
• আয়োজক দেশ: হংকং
• বৃত্তির নাম: হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম
• যাঁরা আবেদন করতে পারবেন: যাঁরা নতুন পিএইচডি আবেদনকারী
• আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৩
হংকং পিএইচডি ফেলোশিপ স্কিমের আওতায় আছে দেশটির ৮টি বিশ্ববিদ্যালয়।
• সিটি ইউনিভার্সিটি অব হংকং
• হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি
• লিংনান ইউনিভার্সিটি
• দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং
• দ্য এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং
• দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
• দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
• দ্য ইউনিভার্সিটি অব হংকং
• সায়েন্স
• মেডিসিন
• ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
• হিউম্যানিটিস
• সোশ্যাল সায়েন্স
• বিজনেস স্টাডিজ
হংকং ফেলোশিপের সময়কাল তিন বছর। হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত সেপ্টেম্বর মাসে তাদের শিক্ষাবর্ষ শুরু করে।
• ৪২ হাজার ৪৬০ ডলারের বার্ষিক বৃত্তি।
• সম্মেলন এবং গবেষণাসংক্রান্ত ভ্রমণ ভাতা বাবদ ১ হাজার ৭৬৯ ডলার।
• কোনো পূর্ব কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই।
• যদি ফেলোশিপ সম্পূর্ণ করতে তিন বছরের বেশি সময় লাগে, সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অতিরিক্ত সহায়তা প্রদান করতে পারে, এ সুযোগও আছে।
• প্রার্থীকে পূর্ণ সময়ের নতুন পিএইচডি শিক্ষার্থী হতে হবে।
• প্রার্থীরা সারা বিশ্বের যেকোনো দেশের নাগরিক হতে পারেন।
• যদি আইইএলটিএসের সার্টিফিকেট জমা দিতে না চান, তাহলে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট থেকে আপনার শিক্ষা কার্যক্রম শেষ করেছেন।
• প্রার্থীকে অবশ্যই ওপরে উল্লিখিত ৮টি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত তালিকা থেকে বেছে নিতে হবে।
আবেদন শেষ কবে
আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।