ব্রুনেইয়ের ইউনিভার্সিটি অব ব্রুনেই দারুসসালাম বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়নের এ বৃত্তিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত
শিক্ষার্থীরা পাবেন রেজিস্ট্রেশনের খরচ
টিউশনসহ অন্যান্য ফি মওকুফ
প্রতি মাসে জীবিকা ভাতা ২ হাজার ২০০ ব্রুনেই ডলার (১ লাখ ৯৭ হাজার টাকা বাংলাদেশি মুদ্রা) দেওয়া হবে।
বৃত্তির মেয়াদকাল
ব্রুনেই বিশ্ববিদ্যালয়ের বৃত্তির মেয়াদ তিন ভাগে বিভক্ত। কোর্সওয়ার্ক প্রোগ্রামের মেয়াদ ১২ মাস, গবেষণা প্রোগ্রামের মেয়াদ ২৪ মাস ও পিএইচডির জন্য ৩৬ মাস।
অধ্যয়নের বিষয়গুলো
বিজ্ঞান অনুষদের অধীনে জীববৈচিত্র্য, জীববিদ্যা, বায়োটেকনোলজি, রসায়ন, কম্পিউটার সায়েন্স, গণিত ও ফলিত পদার্থবিদ্যা। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নৃতত্ত্ব, ফলিত ভাষাতত্ত্ব ও ইংরেজি সাহিত্য। ব্যবসায় অনুষদের অধীনে ব্যবস্থাপনা, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, ফলিত অর্থনীতি ইত্যাদি।
আবেদনের যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রির জন্য প্রথম শ্রেণির ব্যাচেলর ডিগ্রি ও ডক্টরাল প্রোগ্রামের জন্য মাস্টার্সের সার্টিফিকেট থাকতে হবে। মানসম্পন্ন গবেষণা প্রস্তাবনা থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার সনদ থাকতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫।