ব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রামের (বিআইপি) আওতায় ইন্টার্নশিপের যাবতীয় খরচ বহন করবে বিশ্বব্যাংক
ব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রামের (বিআইপি) আওতায় ইন্টার্নশিপের যাবতীয় খরচ বহন করবে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকে ইন্টার্নশিপ, ঘণ্টাপ্রতি বেতন, ভ্রমণে মিলবে সাড়ে ৩ লাখ টাকা

স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেয় বিশ্বব্যাংক। বাংলাদেশসহ সব দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। এ ইন্টার্নশিপ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি বা বিশ্বব্যাংকের কোনো কান্ট্রি অফিসে হবে।

বিশ্বব্যাংক এ ইন্টার্নশিপের জন্য কিছু ইনফরমাল সেশনের আয়োজন করে থাকে। ২০২৫ সালের ১৬, ১৭, ২৯ ও ৩০ জানুয়ারি হবে এসব সেশন। চাইলে যে কেউ এসব সেশন থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন।

ব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রামের (বিআইপি) আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টার্নশিপের যাবতীয় খরচ বহন করবে বিশ্বব্যাংক। আবেদনের জন্য কোনো বয়সসীমা নেই। কোনো ইংরেজি ভাষা পরীক্ষা দিতে হবে না। তবে ইংরেজিতে পারদর্শী হতে হবে। আবেদনের সিভি, স্টেটমেন্ট অব ইন্টারেস্টসহ আবেদন করতে হবে। একবার আবেদন করলে আবেদনে আর কোনো পরিবর্তন করা যাবে না।

কোন বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

অর্থনীতি, ফিন্যান্স, মানব উন্নয়ন (জনস্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, জনসংখ্যা), সামাজিক বিজ্ঞান (নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান), কৃষি, পরিবেশ, প্রকৌশল, নগর-পরিকল্পনা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, যোগাযোগ, মানবসম্পদ ব্যবস্থাপনা ও তথ্যপ্রযুক্তির শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

ইংরেজিতে পারদর্শী হতে হবে। তবে ফ্রেঞ্চ, স্প্যানিশ, রুশ, আরবি, পর্তুগিজ ও চীনা ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা মিলবে

আবেদনে কী কী প্রয়োজন

  • জীবনবৃত্তান্ত (সিভি);

  • স্টেটমেন্ট অব ইন্টারেস্ট;

  • স্নাতক ডিগ্রিতে তালিকাভুক্তির প্রমাণপত্র।

আবেদনে যোগ্যতার মানদণ্ড

  • আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে;

  • আবেদনকারীর কোনো বয়সসীমা নেই;

  • ইংরেজিতে পারদর্শী হতে হবে। তবে ফ্রেঞ্চ, স্প্যানিশ, রুশ, আরবি, পর্তুগিজ ও চীনা ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা;

  • কম্পিউটিংয়ে এবং অন্য যেকোনো দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে।

কম্পিউটিংয়ে এবং অন্য যেকোনো দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে

সুযোগ-সুবিধা কেমন

  • ঘণ্টাপ্রতি বেতন দেওয়া হবে;

  • ভ্রমণ খরচ বাবদ ৩ হাজার ডলার মিলবে। বাংলাদেশি টাকায় ৩ লাখ ৫৭ হাজার ৮১৩ টাকা। ১ ডলার সমান ১১৯ টাকা ২৭ পয়সা ধরে (১৪ ডিসেম্বর বিকেলের হিসাব);

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

  • আবেদনকারীর কোনো বয়সসীমা নেই;

  • ইংরেজিতে পারদর্শী হতে হবে।

২০২৫ সালের মে থেকে আগস্ট পর্যন্ত চলবে বিশ্বব্যাংকের ইন্টার্নশিপ

ইন্টার্নশিপে গুরুত্বপূর্ণ তারিখ

  • ইন্টার্নশিপের আবেদন শুরু হবে আগামী বছরের ১৫ জানুয়ারি;

  • আগামী বছরের ১২ ফেব্রুয়ারিতে শেষ হবে আবেদন;

  • আবেদন শেষে আগামী মার্চে সাক্ষাৎকারের জন্য ডাক পাবেন আবেদনকারীরা;

  • এপ্রিলের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে;

  • সব কার্যক্রম শেষে ২০২৫ সালের মে মাসে শুরু হবে ইন্টার্শশিপ প্রোগ্রাম;

  • আগামী বছরের মে থেকে আগস্ট পর্যন্ত চলবে ইন্টার্নশিপ।

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।