ইউজিসিতে ১ বছরের ফেলোশিপ, মাসে মিলবে ৫০ হাজার টাকা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পোস্ট ডক্টরাল ফেলোশিপ দিচ্ছে। পাবলিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষকেরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ফেলোশিপের ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার টাকা পাবেন গবেষকেরা। ১২ মাস এ অর্থ পাবেন শিক্ষকেরা। ফেলোশিপের জন্য নির্ধারিত আবেদনপত্র, তথ্য চার্ট ইউজিসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যেতে পারে।

কারা আবেদন করতে পারবেন

  • আগ্রহী প্রার্থীকে অবশ্যই পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের শিক্ষক হতে হবে;

  • প্রার্থীর অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে;

  • আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে;

  • ফেলোশিপ শেষে প্রত্যেক ফেলোকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটে ফিরে যেতে হবে। কোনো কারণে তিনি ইউজিসির কাছে গ্রহণযোগ্য কোনো বৈধ কারণ ছাড়াই তাঁর গবেষণাকাজ বন্ধ করে দিলে তাঁকে ইউজিসি থেকে প্রাপ্ত অর্থ ফেরত দিতে হবে।

  • আবেদনের সফটকপি ইউজিসির পরিচালক (গবেষণা) বরাবর director_research@ugc.gov.bd লিংকে পাঠাতে হবে।

আবেদনের শেষ কবে
আবেদন শেষ এ মাসের শেষ দিন পর্যন্ত।