ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সদস্যরাষ্ট্রগুলোর আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে প্রতিষ্ঠার পর থেকেই কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নের ওপর ব্যাপকভাবে জোর দিয়ে আসছে আইডিবি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)–এর সদস্যরাষ্ট্রগুলোর মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে।
যেসব বিষয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বৃত্তি প্রদান করা হবে:
* পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণায় উচ্চপ্রযুক্তির জন্য মেধাবৃত্তি কর্মসূচি (এমএসপি)।
* আইডিবি-আইএসএফডি কর্তৃক স্নাতক ডিগ্রি, কারিগরি ও কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণে বৃত্তি প্রদান।
আবেদনের লিংক: আগ্রহী শিক্ষার্থীদের www.isdb.org/scholarships ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৩।