ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন ছাত্রছাত্রীদের বৃত্তি দেবে। এ জন্য আবেদন আহ্বান করেছে। ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় পাস করে বর্তমানে ডিগ্রি প্রথম বর্ষ (শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪), বিএসসি অনার্স, বিএসসি অনার্স কৃষি ও পশুপালনের সব অনুষদ, এমবিবিএস, বিডিএস, বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএ অনার্স, বিএসএস ও বিবিএ পড়াশোনা করা ছাত্রছাত্রীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ৩০ সেপ্টেম্বর।
*এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া বিজ্ঞান বিভাগের জন্য মোট জিপিএ ৯.৬০ এবং অন্যান্য বিভাগের জন্য জিপিএ ৯.৫০ থাকতে হবে;
*যারা দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধী, স্বাভাবিক জীবনযাপনে সক্ষম নয়, তাদের ক্ষেত্রে সব বিভাগে জিপিএ ৮.০০ থাকতে হবে।
১.
বর্তমানে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের প্রমাণপত্র/প্রত্যয়নপত্রের ফটোকপি (প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান/হল সুপার/প্রভোস্ট কর্তৃক সত্যায়িত)।
২.
পরীক্ষা পাসের (সব) মার্কশিট/ট্রান্সক্রিপ্টের ফটোকপি (অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত)।
৩.
সাম্প্রতিক তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত)।
৪.
আবেদনকারী কেন নিজেকে এই বৃত্তির যোগ্য মনে করেন ২৫০-৩৫০ শব্দে তার বর্ণনা (নিজ হাতে বাংলায় লিখিত)।
৫.
পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকলে প্রমাণপত্র/প্রত্যয়নপত্রের ফটোকপি (শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত)।
৬.
প্রার্থীর তথ্যে অসঙ্গতি বা কারও সঙ্গে মিল পাওয়া গেলে আবেদনটি বাতিল করা হবে।
৭.
শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর/প্রতিষ্ঠান কর্তৃক সনদ বা পরিচয়পত্র দাখিল করতে হবে।
আবেদনপত্র জমার ঠিকানা: চেয়ারম্যান, ইমদাদ-সিতারা খান বৃত্তি নির্বাচন কমিটি, বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।
*বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.spaandanb.org