হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম হংকং সরকারের সম্পূর্ণ অর্থায়িত একটি বৃত্তি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ বৃত্তিতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা হংকং বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে পারবেন। প্রোগ্রামটিতে অর্থায়ন করে হংকংয়ের রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি)। বিশ্বের প্রতিভাধর ব্যক্তিদের আকৃষ্ট করাই এ ফেলোশিপ স্কিমের অন্যতম উদ্দেশ্য। প্রতিবছর তারা ৩০০ ফেলোশিপ প্রদান করবে।
আয়োজক দেশ: হংকং
বৃত্তির নাম: হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম
যাঁরা আবেদন করতে পারবেন: যাঁরা নতুন পিএইচডি আবেদনকারী
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৩
সিটি ইউনিভার্সিটি অব হংকং
হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি
লিংনান ইউনিভার্সিটি
দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং
দ্য এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং
দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
দ্য ইউনিভার্সিটি অব হংকং।
সায়েন্স
মেডিসিন
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
হিউম্যানিটিস
সোশ্যাল সায়েন্স
বিজনেস স্টাডিজ
হংকং ফেলোশিপের সময়কাল তিন বছর। হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত সেপ্টেম্বর মাসে তাদের শিক্ষাবর্ষ শুরু করে।
৪২ হাজার ৪৬০ ডলারের বার্ষিক বৃত্তি।
সম্মেলন এবং গবেষণাসংক্রান্ত ভ্রমণ ভাতা বাবদ ১ হাজার ৭৬৯ ডলার।
কোনো পূর্ব কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই।
যদি ফেলোশিপ সম্পূর্ণ করতে তিন বছরের বেশি সময় লাগে, সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অতিরিক্ত সহায়তা প্রদান করতে পারে, এ সুযোগও আছে।
প্রার্থীকে পূর্ণ সময়ের নতুন পিএইচডি শিক্ষার্থী হতে হবে।
প্রার্থীরা সারা বিশ্বের যেকোনো দেশের নাগরিক হতে পারেন।
যদি আইইএলটিএসের সার্টিফিকেট জমা দিতে না চান, তাহলে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি ইংলিশ মিডিয়াম ইনস্টিটিউট থেকে আপনার শিক্ষা কার্যক্রম শেষ করেছেন।
প্রার্থীকে অবশ্যই ওপরে উল্লিখিত ৮টি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত তালিকা থেকে বেছে নিতে হবে।
আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।