নেদারল্যান্ডসের ‘মিনার্ভা স্কলারশিপ’, আবেদন করুন দ্রুত, মাসে মিলবে ৯০০–২০০০ ইউরো

নেদারল্যান্ড বেশ কয়েকটি বৃত্তি দেয়। এর একটি ‘মিনার্ভা স্কলারশিপ ফান্ড’। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপ নিয়ে বিনা মূল্যে পড়াশোনা করতে পারবেন। নেদারল্যান্ডের পাবলিক রিসার্চভিত্তিক প্রতিষ্ঠান লাইডেন বিশ্ববিদ্যালয় এ মিনার্ভা স্কলারশিপ দেয়। এর আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পান। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

মিনার্ভা স্কলারশিপ ফান্ড ফাউন্ডেশন বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও গবেষণা প্রকল্পের জন্য স্কলারশিপ দেয়। এটি একটি দাতব্য সংস্থা। নেদারল্যান্ডসে সরকারের অর্থায়িত একটি প্রোগ্রাম। এখন আবেদন চলছে। ইন্টার্নশিপ, স্টাডি ও রিসার্চে দেওয়া হয় এ বৃত্তি।

সুযোগ সুবিধাগুলো—

  • টিউশন ফি মওকুফ;

  • মাসে ৯০০ থেকে ২ হাজার ইউরো পর্যন্ত ভাতা প্রদান করা হয়;

  • গবেষণা খরচ;

  • যাতায়াতের বিমানভাডার খরচ;

  • আবাসন খরচ।

আবেদনের যোগ্য কারা—

  • প্রথমে লাইডেন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ভর্তি হতে হবে;

  • প্রকল্পগুলো ইন্টার্নশিপ, অধ্যয়ন বা গবেষণাভিত্তিক হতে হবে;

  • প্রকল্প শেষ হওয়ার পর শিক্ষার্থীকে অবশ্যই তিন মাসের মধ্যে প্রকল্পের প্রতিবেদন ছবিসহ জমা দিতে হবে।

আবেদনের বিষয়—

  • প্রত্নতত্ত্ব;

  • মানবিক;

  • মেডিসিন/এলইউএমসি;

  • গভর্ন্যান্স ও গ্লোবাল অ্যাফেয়ার্স;

  • আইন;

  • সামাজিক ও আচরণমূলক বিজ্ঞান;

  • বিজ্ঞান।

আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৪।