বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জাপানের প্রস্তাব আহ্বান, ৩ বিষয়ের প্রস্তাব জমার সুযোগ

জাপান সোসাইটি ফর প্রমোশনাল সায়েন্স (জিএসপিএস) ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) যৌথ রিসার্চ প্রজেক্ট-২০২৫ এর জন্য প্রকল্প প্রস্তাব আহ্বান করা হয়েছে। এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রকল্প প্রস্তাব দিতে পারবেন। নির্ধারিত প্রোফরমায় (প্রোফরমা ওয়েবসাইটের নোটিশ বোর্ড এবং স্কলারশিপ/ফেলোশিপ বক্সে পাওয়া যাবে) প্রকল্প প্রস্তাব জমা দিতে হবে।

প্রকল্প প্রস্তাবের কপি (পিডিএফ ও ওয়ার্ড ফাইল) ৩ সেপ্টেম্বরের মধ্য ই-মেইলে (iccugcbd@gmail.com) অবশ্যই কমিশনে পাঠাতে হবে। প্রকল্প প্রস্তাবের মেইলপ্রাপ্তি নিশ্চয়তা কমিশনের সংশ্লিষ্ট শাখা থেকে ই-মেইলের মাধ্যমে জানানো হবে। নির্ধারিত তারিখের পর এ বিষয়ে কোনো ই-মেইল গ্রহণ করা হবে না। কোনো হার্ডকপি কমিশনে গ্রহণ করা হবে না। গবেষণার জন্য (ক) Humanities (খ) Social Sciences ও (গ) Natural Sciences বিষয়ে প্রকল্প প্রস্তাব পাঠাতে হবে।

প্রকল্প প্রস্তাবের জন্য প্রার্থীর যোগ্যতা ও শর্ত হলো—

ক). প্রার্থীকে অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে;

খ). বাংলাদেশের আবেদনকারীকে একজন জাপানিজ Principal Researcher/Host Scientist নির্বাচন করতে হবে। (যৌথ গবেষণার বিষয়ে জাপানিজ Principal Researcher/Host Scientist এর সম্মতিপত্র অবশ্যই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং উক্ত পত্রে জাপানে ভ্রমণের মেয়াদের কথা উল্লেখ থাকতে হবে);

গ). প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত কোনো গবেষণাপ্রতিষ্ঠানের শিক্ষক/গবেষক হতে হবে;

ঘ). গবেষণাকর্মে পর্যাপ্ত অভিজ্ঞতা এবং প্রকাশনা থাকতে হবে। প্রকাশনার তালিকা আবেদন ফরমের সঙ্গে সংযুক্ত করতে হবে;

ঙ). গবেষণার বিষয়বস্তু জাতীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং সঙ্গে সংযুক্ত ফরম অনুযায়ী আবেদন করতে হবে;

চ). নির্ধারিত প্রোফরমায় আবেদনপত্রের সঙ্গে ইংরেজিতে পূর্ণাঙ্গ বায়োডাটা অবশ্যই সংযুক্ত করতে হবে (একাডেমিক পরীক্ষাগুলোয় প্রাপ্ত ক্লাস/ডিভিশনসহ)। যে শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশ থেকে পিএইচডি করেছেন, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে;

ছ). প্রার্থীর গত ৫ বছরের বিদেশভ্রমণের পূর্ণাঙ্গ তথ্য আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে;

জ). জাপানে ভ্রমণের প্রস্তাব প্রক্রিয়াকরণের সুবিধার্থে ভ্রমণের তারিখ ১ জুন-এর পূর্বে হওয়া সমীচীন হবে;

ঝ). আগামী ৩ সেপ্টেম্বর মধ্যে অবশ্যই একই তথ্য (কমিশনের সরবরাহ করা প্রোফরমায় উল্লিখিত) জাপানিজ Principal Researcher / Host Scientist-এর মাধ্যমে JSPS-এ সাবমিট করতে হবে। যথাসময়ে আবেদনপত্র সাবমিট না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না;

ঞ). জেএসপিএসে আবেদনপত্র সাবমিশনসহ বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে;

ট). অসম্পূর্ণ এবং নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল মর্মে গণ্য হবে;

ঠ). যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে বর্তমানে পরিচালিত হচ্ছে, কেবল সেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবেদনের যোগ্য হবেন। অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবেদনপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।