আমেরিকার ইয়াং লিডারস ফেলোশিপ, আইএলটিএস-টোয়েফল ছাড়াই আবেদন

আমেরিকার অন্যতম একটি ফেলোশিপ প্রোগ্রাম হলো এমসিডব্লিউ ইয়াং লিডারস ফেলোশিপ। এ ফেলোশিপে বিশ্বের ১৮ থেকে ২৬ বছরের তরুণের আবেদন করতে পারবেন। প্রোগ্রামটিতে ব্যবস্থাপনা দক্ষতা এবং নেতৃত্বের দক্ষতার ওপর ফোকাস দেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক নিরাপত্তার বিষয় নিয়ে বছরব্যাপী চলবে এমসিডব্লিউ ইয়াং লিডারস ফেলোশিপ।

এমসিডব্লিউ ইয়াং লিডারস ফেলোশিপে অংশগ্রহণের জন্য আইএলটিএস বা টোয়েফলের প্রয়োজন নেই। যেকোনো বিষয়ে পড়াশোনা করা স্নাতক, মাস্টার্স এবং পিএইচডির শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। শুধু একটি আইডিয়া নিয়ে প্রয়োজন এ প্রোগ্রামের জন্য।

• আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র
• ভেন্যু: নিউইয়র্ক
• আর্থিক কাভারেজ: সম্পূর্ণ অর্থায়ন
• আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৩

ইয়াং লিডার ফেলোশিপ কীভাবে শুরু হবে

ভার্চ্যুয়ালি ১ মাস তরুণ নেতাদের তাঁদের সম্প্রদায়ের সহায়তা করার জন্য সরঞ্জাম এবং জ্ঞান প্রদান করা হবে। এরপর তরুণ নেতারা ২০২৪ সালের জুলাই মাসে ১০ দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন। অংশগ্রহণকারীরা সম্প্রদায়ের যে সমস্যার সমাধান করতে চান, তার একটি সমস্যা নিয়ে ফেলোশিপে আমেরিকা যাবেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পরে অংশগ্রহণকারীরা সেই ধারণাগুলো বাস্তবায়ন করবে এবং তাঁদের সম্প্রদায়ের মধ্যে সেগুলো কার্যকর করবে।

ফেলোশিপে আর্থিক সুবিধা—

*বিদেশিদের জন্য বিমানে যাতায়াতের টিকিট

*আমেরিকার অংশগ্রহণকারীদের জন্য অভ্যন্তরীণ বিমানে যাতায়াতের টিকিট

*বাসস্থান ও খাদ্যর সুবিধা

আবেদনের যোগ্যতা—

*সারা বিশ্বের তরুণ নেতারা আবেদনের জন্য যোগ্য
*শিক্ষা, স্বাস্থ্য, বা অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে নিজ সম্প্রদায়ের একটি সমস্যা চিহ্নিত করতে

*১ জুন ২০২৪–এ বয়স ১৮ থেকে ২৬–এর মধ্যে হতে হবে

*ইংরেজিতে দক্ষ হতে হবে

*ভিসা এবং ভ্রমণ ডকুমেন্টেশনের জন্য যোগ্য হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র—

*ইংরেজিতে আবেদনপত্র

*জীবনবৃত্তান্ত

*সুপারিশের দুটি চিঠি।

**আবেদনের বিস্তারিত দেখুন এখানে