বিদেশে অনেকে পড়াশোনা করতে চান। বিদেশে পড়াশোনা করার পরিকল্পনাও করেন অনেকে। সিঙ্গাপুর আপনার গন্তব্য তালিকায় থাকতে পারে। কারণ, দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বৃত্তিসহ নানা সুযোগ-সুবিধা দেয় বিদেশি শিক্ষার্থীদের।
দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এশিয়ার শিক্ষার্থীদের স্নাতক বৃত্তি দেয়। টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং নবীনদের জন্য ভ্রমণ খরচ মেলে এ বৃত্তি পেলে। আবার নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) রেনেসাঁ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম স্কলারশিপ এবং এনটিইউ-ইউনিভার্সিটি স্কলারস প্রোগ্রাম স্কলারশিপ প্রদান করে। দুটি বৃত্তিতেই শিক্ষার্থীদের নানা আর্থিক সহায়তা করা হয়। এ বৃত্তিগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের সিঙ্গাপুরে একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিভিন্ন সুযোগ প্রদান নিশ্চিত করে।
সিঙ্গাপুরে আরও কিছু বৃত্তি রয়েছে। এগুলোর মধ্য ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর স্কলারশিপ অন্যতম। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (এসঅ্যান্ডটি) আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ। এ বৃত্তি স্নাতক শিক্ষার্থীর বৃত্তি প্রদান করা হয়। এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এটি একটি মর্যাদাপূর্ণ সুযোগ। এই বৃত্তি পেলে শিক্ষার্থীরা টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং ভ্রমণের খরচ পান।
সিঙ্গাপুরবাসী ছাড়া এশিয়ার দেশগুলোর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত;
শক্তিশালী নেতৃত্বের গুণাবলি এবং সম্ভাবনা;
সহশিক্ষা কার্যক্রম এবং পাঠ্যক্রমবহির্ভূত নানা কর্মকাণ্ডের বিষয়ে আগ্রহ;
হাইস্কুলে অসামান্য ফলাফল।
টিউশন ফি এবং প্রয়োজনীয় কিছু খরচের জন্য হাতখরচ;
বছরে ছয় হাজার ডলার সিঙ্গাপুর ডলার জীবনযাপন ভাতা;
সেটলিং ভাতা ২০০ সিঙ্গাপুর ডলার;
বাসস্থানের জন্য ভাতা।
এনইউএসে আবেদনের জন্য কম্পিউটিং, ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের বিষয়গুলোর থাকতে হবে:
সিঙ্গাপুরের নিবন্ধিত কোম্পানির সঙ্গে ছয় বছরের পোস্টগ্র্যাজুয়েশন বন্ড থাকবে
ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে।
রেনেসাঁ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম স্কলারশিপ (আরইপিএস)
নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) অর্থায়নের এ স্কলারশিপ প্রোগ্রামটি শিক্ষার্থীদের নানা সুযোগ প্রদান করে। এ বৃত্তি কোনো শিক্ষার্থী পেলে টিউশন ফি, জীবনযাপন ভাতা, বইয়ের জন্য অনুদানসহ নানা সুবিধা পাবেন।
সব দেশের নাগরিক এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;
এনটিইউয়ে রেনেসাঁ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পূর্ণ সময়ের স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী আবেদন করতে পারবেন;
নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা থাকতে হবে।
সম্পূর্ণ টিউশন ফি;
প্রতিবছর ৬ হাজার সিঙ্গাপুর ডলার জীবনযাত্রার ভাতা;
প্রতিবছর ৫০০ সিঙ্গাপুর ডলার বইয়ের জন্য ভাতা;
এনটিইউ হোস্টেলের জন্য আবাসন ভাতা।
পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি;
অসামান্য একাডেমিক ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী;
সম্পূর্ণ টিউশন ফি
প্রতিবছর জীবনযাপনের জন্য আর্থিক ভাতা ছয় হাজার সিঙ্গাপুর ডলার;
এনটিইউ হোস্টেলে থাকার জন্য আবাসন ভাতা;
এককালীন কম্পিউটার ভাতা।
** নানইয়াং স্কলারশিপ—
এনটিইউর বৃত্তি স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য।
সব দেশের শিক্ষার্থীদের জন্য আবেদন উন্মুক্ত;
এনটিইউর অধীন পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি প্রোগ্রাম সমন্নকারী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাজীবনে ব্যতিক্রমী ফলাফল বাড়তি যোগ্যতা;
শিক্ষাজীবনে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ।
সম্পূর্ণ টিউশন ফি;
প্রতিবছর ৬৫০০ সিঙ্গাপুর ডলার জীবনযাপন ভাতা;
এনটিইউ হোস্টেলের থাকার জন্য আবাসন ভাতা।
এককালীন কম্পিউটার ভাতা।
ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে;
সব দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন;
পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রির সমাপ্তি;
অসামান্য একাডেমিক যোগ্যতা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী;
ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫
নেতৃত্বের গুণাবলি।
টিউশন ফি মিলবে;
প্রতিবছর ৩ হাজার ৬০০ সিঙ্গাপুর ডলার জীবনযাপনের জন্য ভাতা;
হাস বৃত্তি—
মানবিক, কলা ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। হাস স্কলারশিপ স্নাতক কোর্স করা শিক্ষার্থীদের জন্য।
সব দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন;
অসামান্য একাডেমিক যোগ্যতা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ
শক্তিশালী নেতৃত্বের গুণাবলি
ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫
টিউশন ফি মিলবে
বিমান টিকিট
বছরে ছয় হাজার সিঙ্গাপুর ডলার।
এনটিইউ সাইন্স অ্যান্ড টেকনোলজি গ্র্যাজুয়েশন স্কলারশিপ
এনটিইউ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপে সিঙ্গাপুর বাদে এশিয়ার সব দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ টিউশন ফি মিলবে এ বৃত্তি পেলে। প্রতিবছর ৬০০০ সিঙ্গাপুর ডলার জীবনযাত্রার ভাতা হিসেবে পাবেন শিক্ষার্থীরা। বাসস্থান ভাতাও মিলবে এ বৃত্তি পেলে।