এশিয়া ফাউন্ডেশনের যাত্রা শুরু ১৯৫৪ সালে। এটি একটি অলাভজনক সংস্থা, যা এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে বসবাসকারী জনগণের জীবনমানের উন্নয়ন ও সম্ভাবনাকে এগিয়ে নিতে কাজ করছে। প্রশাসন, জলবায়ু, লিঙ্গসমতা, শিক্ষা ও নেতৃত্ব নিয়ে কাজ করে থাকে সংস্থাটি। সেই সংস্থা দিচ্ছে ফেলোশিপ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনে শিক্ষাসফরের জন্য দিচ্ছে এ ফেলোশিপ। ‘উইলিয়াম পি. ফুলার ফেলোশিপ’–এর আওতায় নির্বাচিত ব্যক্তিদের এ ফেলোশিপ দেওয়া হবে। নির্বাচিত ফেলোদের শিক্ষাসফরের পাশাপাশি অংশ নিতে হয় ভার্চ্যুয়াল সেমিনারে। বাংলাদেশসহ নির্ধারিত আরও ২০টি দেশের নাগরিকেরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিককো বে এরিয়া, নিউইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসিতে এ বছরের ১৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিন সশরীর উপস্থিত থাকবেন।
এ ফেলোশিপের সুযোগ সুবিধা—
*নির্বাচিত প্রত্যেক ফেলো পাবেন পাঁচ হাজার মার্কিন ডলার (২৫ এপ্রিল রাতে ১ ডলার সমান ১০৯ টাকা ধরে বাংলাদেশি টাকায় ৫ লাখ ৪৮ হাজার ৭৬৯ টাকা);
*ইউএস ইনস্টিটিউট অব পিসের কোর্স প্রদান করবে।
আবেদনের যোগ্যতা—
*আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর;
*বাংলাদেশি নাগরিক হতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
*এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে উৎসাহী হতে হবে;
*অন্য পেশাদারদের সঙ্গে ভালো একটি নেটওয়ার্ক তৈরিতে আগ্রহ থাকতে হবে;
*প্রোগ্রামের আওতায় কোর্স ও প্রফেশনাল প্রজেক্ট প্ল্যান সম্পূর্ণ করার জন্য স্ব–উদ্যোগী হতে হবে;
আবেদনের প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। ফেলোশিপের জন্য রেজিস্ট্রেশন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদন শেষ কবে—
আবেদনের শেষ সময় আগামী ১২ মে।