চীনের বিদেশি শিক্ষার্থী ও বিভিন্ন দেশের কর্মকর্তাদের জন্য বৃত্তি দেয়। বাংলাদেশিদের জন্য এমন একটি বৃত্তি হলো মফকম বৃত্তি। চীন সরকারের অর্থায়নে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ মেলে এ বৃত্তি পেলে। বাংলাদেশিরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা লিংকে অনলাইনে আবেদন করতে হবে। এরপর আবেদনের প্রিন্ট কপি, পাসপোর্টের মেইন পেজের কপিসহ প্রয়োজনীয় ডকুমেন্টের সফট কপি ও হার্ড কপি (২ সেট) ২০ মের মধ্য আয়োজক সংস্থায় প্রেরণের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠাতে হবে।
সরকারি কর্মচারী, রিসার্চ ফেলো এবং ব্যবস্থাপনা খাতে ৩ বছর কাজ করা এবং ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা অভিজ্ঞ প্রফেশনালরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য। চীনের প্রথম সারির ২৭টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে এই বৃত্তির জন্য।
চীন এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। দেশটির পড়ালেখার মানও বিখ্যাত। এ স্কলারশিপের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের অন্যতম সেরা ইউনিভার্সিটির তালিকার প্রথম দিকেই আছে। এ স্কলারশিপ পেলে সম্পূর্ণ টিউশন ফি মেলে, বই এবং ট্রেনিংসামগ্রীর জন্য ভাতাসহ যাবতীয় খরচ মেলে।
** বৃত্তির আবেদনসহ বিস্তারিত তথ্যর জন্য ঢুঁ মারতে পারেন