রোটারি ইন্টারন্যাশনালের ১৩০ ফেলোশিপ, অস্ট্রেলিয়া–যুক্তরাজ্য–যুক্তরাষ্ট্র–জাপান–তুরস্ক ও উগান্ডায় পড়াশোনা

ছবি: রোটারির ওয়েবসাইট থেকে নেওয়া

রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের একটি সংগঠন। বৈশ্বিক সেবামূলক সংগঠনটির যাত্রা শুরু ১৯০৫ সালে। প্রত্যেক ব্যবসায়িক ও পেশাদার ক্লাব থেকে একজন ব্যক্তি রোটারি ক্লাবের সদস্য হয়ে থাকেন। প্রাতিষ্ঠানিক ভিত্তি, ব্যবসায় ও পেশাদারি পর্যায়ে মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশিপ প্রদানের ব্রত নিয়েই সংগঠনটি গঠন করা হয়।

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের এভানস্টোনে রোটারির সদর দপ্তর। জনকল্যাণমুখী বিভিন্ন সেবামূলক প্রকল্প গ্রহণের জন্য ১৯২৮ সালে রোটারি ফাউন্ডেশন গঠন করা হয়। ফাউন্ডেশনের অর্থায়নে বিদেশে পড়াশোনার জন্য বৃত্তি, মানবধর্মী প্রকল্পে অর্থ বরাদ্দ এবং রোটারিয়ানদের বিদেশ সফরে নিয়ে যাওয়া হয়।

সেই রোটারি ফাউন্ডেশন দেবে ফেলোশিপ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য মিলবে ফেলোশিপ/বৃত্তি। এ ফেলোশিপের আওতায় বিনা মূল্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পড়াশোনার সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য। নানা সুযোগ–সুবিধার মধ্যে ইন্টার্নশিপেরও সুযোগ রয়েছে এ ফেলোশিপে।

১৩০টি স্কলারশিপ পাবেন আবেদনকারী শিক্ষার্থীরা। এর মধ্যে স্নাতকোত্তরে ৫০টি এবং একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য ৮০টি স্কলারশিপ। এ স্কলারশিপে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও সুইডেনের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ এবং তুরস্ক ও উগান্ডার বিশ্ববিদ্যালয়ে এক বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ থাকছে।

সুযোগ-সুবিধা—

  • ১৫ থেকে ২৪ মাস মেয়াদি স্নাতকোত্তরের জন্য এবং ১ বছর একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের রোটারি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল অর্থায়ন করবে

  • টিউশন ফি মওকুফ

  • আবাসন সুবিধা

  • বিমানে যাতায়াতের অর্থ

  • ইন্টার্নশিপ ও ফিল্ড স্টাডিজে মিলবে অর্থ

  • স্বাস্থ্যবিমা

  • নেই আবেদন ফি

  • ইন্টার্নশিপেরও সুযোগ আছে।

আবেদনের যোগ্যতা—

  • স্নাতকে ভালো ফল থাকতে হবে

  • নেতৃত্বের দক্ষতা থাকতে হবে

  • শান্তি বা উন্নয়নমূলক কাজের ওপরে স্নাতকোত্তরের জন্য তিন বছর ও ডেভেলপমেন্ট প্রোগ্রামে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

  • ইংরেজি দক্ষতার সনদ।

প্রয়োজনীয় নথিপত্র—

  • একটি জীবনবৃত্তান্ত (সিভি)

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট

  • পেশাদার রিকমেন্ডেশন

  • প্রবন্ধ

  • প্রশংসাপত্র

  • ইংরেজি দক্ষতার সনদ।

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে ও অনলাইনে আবেদন পদ্ধতিসহ অন্য বিষয়ে সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৫