ট্রিনিটি কলেজ ডাবলিনে পিএইচডি, আইইএলটিএস ৬.৫ থাকলে আবেদন করুন দ্রুত

আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিন স্কুল অব এডুকেশনে বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পিএইচডি কোর্স করার সুযোগ দিয়েছে। ড. ডোনাটেলা ক্যামেডার তত্ত্বাবধানে সম্পূর্ণ অর্থায়নকৃত পিএইচডি প্রোগ্রামটি চার বছর মেয়াদি। ট্রিনিটি রিসার্চ ডক্টরেট অ্যাওয়ার্ড প্রতিবছর ২৫ হাজার ইউরো উপবৃত্তি দেয়। ইউরোপে বা ইউরোপের বাইরের শিক্ষার্থীদের টিউশন ফি নেওয়া হয় না। প্রোগ্রামটি ২০২৪ সালের মার্চে শুরু হতে যাচ্ছে। আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

আবেদনকারীর যোগ্যতা-
*প্রকল্পের সঙ্গে সম্পর্কিত একটি ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর;
*একটি আইরিশ বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে একটি অনার্স বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে;
*বুদ্ধিবৃত্তিক বিশেষ বা অন্তর্ভুক্তমূলক শিক্ষার অভিজ্ঞতা থাকতে হবে;
*ইংরেজিতে দক্ষতা বা আইইএলটিএস ৬.৫ থাকতে হবে;
*লেখার দক্ষতা থাকতে হবে;
*স্বাধীনভাবে ও তত্ত্বাবধায়কের অধীন কাজ করার ক্ষমতা;
*শক্তিশালী সাংগঠনিক ক্ষমতা ও যোগাযোগে দক্ষতা;
*সৃজনশীল গবেষণাপদ্ধতিতে আগ্রহ।

প্রয়োজনীয় নথি-
*পিডিএফ ফরম্যাটে সিভি, ৪ পৃষ্ঠার;
*দুটি রেফারেন্স চিঠি;
*নন-নেটিভ ইংরেজি স্পিকারদের জন্য ইংরেজি ভাষার সার্টিফিকেটের কপি (আইইএলটিএসে ৬.৫);

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখ-
*আবেদন জমার শেষ তারিখ আগামী ১০ ডিসেম্বর ২০২৩।
*অনলাইন সাক্ষাৎকার ১৮ ডিসেম্বর ২০২৩।
*ট্রিনিটি সিস্টেমের মাধ্যমে পিএইচডির আবেদন ৩১ ডিসেম্বরের মধ্য।
*আবেদনকারীর সব নথি withinphd@gmail.com ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে।