ভারতের আসাম রাজ্যে শিক্ষক-শিক্ষিকাদের জন্য পোশাকবিধি জারি করা হয়েছে। আসাম স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শিক্ষক–শিক্ষিকারা কোন পোশাক পরতে পারবেন আর কোন পোশাক পরতে পারবেন না। কোন পোশাক পরে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা যাবে, তা–ও জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকদের পোশাকের এ বিজ্ঞপ্তি নিয়ে চলছে বিতর্ক।
লাইভ মিন্টের খবরে বলা হয়েছে, শিক্ষকেরা সমাজ ও সভ্যতার দর্পণ—এ যুক্তিতে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য পোশাকবিধি জারি করেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। গত শনিবার শিক্ষক-শিক্ষিকাদের পোশাকসংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ফরমাল’ পোশাক পরে আসতে হবে। শিক্ষক-শিক্ষিকাদের পরিষ্কার ও শালীন পোশাক পরে আসতে হবে। ছেলেরা আসবেন শার্ট–প্যান্ট পরে। জিনস, টি-শার্ট পরা যাবে না। শিক্ষিকারা সালোয়ার কামিজ, শাড়ি বা চাদর পরে স্কুলে আসতে পারবেন। জিনস, টি-শার্ট, লেগিংস পরে কোনো শিক্ষিকা স্কুলে আসতে পারবেন না।
আসাম স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি নিয়ে নানা বিতর্ক চলছে। তবে রাজ্য সরকার নিজেদের যুক্তির পক্ষে কঠোর অবস্থানে। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু শিক্ষক ইচ্ছামতো পোশাক পরে স্কুলে আসেন। এটা জনসাধারণের কাছে গ্রহণযোগ্য নয়। শিক্ষকেরা সমাজের দর্পণ। অতএব, তাঁদের পোশাকবিধি মেনে চলাই উচিত। শিক্ষকদের সাজপোশাকে শালীনতা, পেশার প্রতি গুরুত্ব প্রতিফলিত হওয়া উচিত।
আসামের শিক্ষামন্ত্রী রনোজ পেগু বলেন, রাজ্য সরকার সব সরকারি স্কুলের জন্য একটি ‘স্কুল নিয়ম বই’ চালু করতে যাচ্ছে। ওই বইয়ে কীভাবে স্কুল পরিচালনা করা হবে এবং কীভাবে ক্লাস পরিচালনা করা হবে, তা উল্লেখ থাকবে। তিনি বলেন, এ ‘স্কুল নিয়ম বই’তে শিক্ষকদের শালীন পোশাক, সঠিকভাবে পোশাক পরা এবং তাঁদের আনুষ্ঠানিক পোশাকের কথা থাকবে। শিক্ষার্থীদের জন্য আমাদের পোশাক (ইউনিফর্ম) আছে। তাই শিক্ষকদের উচিত আনুষ্ঠানিক পোশাক পরে স্কুলে আসা।’