আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল ও কলেজের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না তিন কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে তাঁকে।
আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সই করা চিঠিতে এ কথা জানানো হয়। আইডিয়াল স্কুলের এক শিক্ষকও প্রথম আলোকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আতিকুর রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রধানের আদেশ অমান্য, কর্তব্যে অবহেলা, পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় অন্য একটি প্রতিষ্ঠানে ব্যবসা করছেন। তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিও পরিচালনা করছেন, যা চাকরিবিধি পরিপন্থী।
আদেশে আরও বলা হয়েছে, গত ১৭ অক্টোবর এক চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও আতিকুর রহমান তার অবমূল্যায়ন করে যাচ্ছেন। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিষ্ঠানের অফিসে উপস্থিত থেকে দাপ্তরিক কাজ করতে হবে জানানো হলেও তিনি যথাযথভাবে নির্দেশনা পালন না করে ‘ইচ্ছেমতো’ অফিস করছেন।
এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়। উল্লেখ্য, আতিকুর রহমান ২০০৪ সাল থেকে আইডিয়াল স্কুল ও কলেজে কর্মরত আছেন।