ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে স্টোরি প্রকাশের পর কাউকে ট্যাগ করবেন যেভাবে

ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মাধ্যমে সহজেই ছবি ও ভিডিও পোস্ট করা যায়। ছবি ও ভিডিওগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় অনেকেই পারিবারিক অনুষ্ঠান, ভ্রমণসহ দৈনন্দিন বিভিন্ন আয়োজনের ছবি বা ভিডিও নিয়মিত ইনস্টাগ্রাম স্টোরিজে প্রকাশ করেন। ছবি বা ভিডিওতে থাকা ব্যক্তিদের সহজে স্টোরি দেখার সুযোগ দিতে তাঁদের নাম ট্যাগ করারও সুযোগ মিলে থাকে ইনস্টাগ্রামে। তবে অনেক সময় মনের ভুলে স্টোরি প্রকাশের সময় অন্যদের নাম ট্যাগ করতে ভুলে যান কেউ কেউ। ফলে প্রকাশিত স্টোরি মুছে ফেলে নির্দিষ্ট ব্যক্তিদের নাম ট্যাগ করে আবার নতুন করে পোস্ট করেন তাঁরা। তবে চাইলেই ইনস্টাগ্রামে স্টোরিজ প্রকাশের পর নির্দিষ্ট ব্যক্তিদের নাম ট্যাগ করা যায়।

স্টোরিজ প্রকাশের পর নির্দিষ্ট ব্যক্তিদের নাম ট্যাগ করার জন্য প্রথমে ইনস্টাগ্রামের প্রোফাইল পেজে প্রবেশ করতে হবে। এরপর প্রোফাইল ছবিতে ট্যাপ করে নির্দিষ্ট স্টোরি নির্বাচনের পর ডান পাশের নিচে থাকা তিনটি ডটসহ মোর মেনুতে ট্যাপ করতে হবে। এবার ‘অ্যাড মেনশনস’ অপশনে ক্লিক করে যাঁদের নাম স্টোরিতে যুক্ত করতে চান, তাঁদের অ্যাকাউন্টগুলো নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা ‘অ্যাড’ বাটনে ক্লিক করলেই নির্দিষ্ট ব্যক্তিদের নাম ইনস্টাগ্রাম স্টোরিতে ট্যাগ হয়ে যাবে।