রাজধানীর ১৩ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ভর্তি ও অন্যান্য (বেতন, টিউশন ফি ও সেশন চার্জ) ফি নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে চারটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হয়েছে।
এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমানের নেতৃত্বাধীন কমিটি পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো— গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, হোপ ইন্টারন্যাশনাল স্কুল, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, চেতনা মডেল একাডেমি এবং মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট।
উপসচিব আবু সাঈদ মো. ফজলে এলাহীর নেতৃত্বাধীন কমিটি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, শহীদ আনোয়ারা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, প্রিপারেটরি গ্রামার স্কুল এবং কসমো স্কুল পরিদর্শন করে প্রতিবেদন দেবে।
সামসুল হক খান উচ্চবিদ্যালয় পরিদর্শন করবে উপসচিব ফরহাদ হোসেনের নেতৃত্বাধীন আরেকটি কমিটি।
এ ছাড়া উপসচিব মো. আবদুল্লাহ আল মাসউদের নেতৃত্বাধীন কমিটি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিনে যাবে। এগুলো হলো—বনফুল গ্রিনহার্ট আদিবাসী কলেজ, এসওএস হারম্যান মেইনর কলেজ এবং শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) গঠিত ১৬ তদারক কমিটি ঢাকা মহানগরীর, আটটি বিভাগীয় কমিটি বিভাগীয় সদর জেলার, ৫৫ জেলা কমিটি জেলা সদরের এবং উপজেলা তদারক কমিটি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লেখিত বিষয়ে সরেজমিনে গিয়ে মাউশিতে প্রতিবেদন দিচ্ছে। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।