আবু সাঈদ গত ১৬ জুলাই আন্দোলনে পুলিশের সামনে এভাবে বুক পেতে দাঁড়িয়েছিলেন
আবু সাঈদ গত ১৬ জুলাই আন্দোলনে পুলিশের সামনে এভাবে বুক পেতে দাঁড়িয়েছিলেন

নতুন পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখ ভুল

নবম-দশম শ্রেণির একটি পাঠ্যবইয়ে জুলাই গণ–অভ্যুত্থানে রংপুরে শহীদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখ ভুল ছাপা হয়েছে। এনসিটিবির কর্মকর্তারা এই ভুলের কথা স্বীকার করে বলেছেন, তাঁরা দ্রুতই এ বিষয়ে সংশোধনী দেবেন।

এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্যবইয়ে নানাভাবে উঠে এসেছে জুলাই গণ-অভ্যুত্থানের কথা। গল্প-কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিষয়বস্তু।

নবম-দশম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে লেখা ‘গ্রাফিতি’ নামে একটি অধ্যায় যুক্ত হয়েছে। এর শুরুতে রাজধানীর মেট্রোরেলের পিলারে আঁকা ‘হামাক বেটাক মারলু কেনে?’ শীর্ষক একটি প্রতিবাদী লেখা যুক্ত রয়েছে। এর পরের পৃষ্ঠায় এই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কথা রয়েছে। বইয়ে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে ১৭ জুলাই। প্রকৃতপক্ষে এটি হবে ১৬ জুলাই।

নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ নামের পাঠ্যবইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের ওপর লেখা ‘আমাদের নতুন গৌরবগাথা’ নামে একটি সংকলিত প্রবন্ধ যুক্ত হয়েছে। এই বইয়ে অবশ্য ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

‘ইংলিশ ফর টুডে’ বইয়ে শহীদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখে ভুল থাকার বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান আজ রোববার প্রথম আলোকে বলেন, এ বিষয়ে একটি সংশোধনী দেওয়া হবে। এর মধ্যে অনলাইন ভার্সনে এখনোই ঠিক করে দেওয়া হবে।

১ জানুয়ারি শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার নতুন শিক্ষাক্রম স্থগিত করে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের পাঠ্যবই দেওয়া হচ্ছে। এনসিটিবি ৪১ জন বিশেষজ্ঞ দিয়ে ৪৪১টি পাঠ্যবই পরিমার্জন করেছে। এতে অনেক বিষয়বস্তু সংযোজন-বিয়োজন হয়েছে। বেশ কিছু গদ্য, প্রবন্ধ, উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানের বিষয়বস্তুসহ নতুন কিছু গল্প-কবিতা।

এনসিটিবি সূত্রমতে, পঞ্চম শ্রেণি থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মোট আটটি কনটেন্ট বা বিষয় স্থান পেয়েছে। এ ছাড়া বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাই গণ-অভ্যুত্থানের নানা ছবি ও গ্রাফিতি যুক্ত করা হয়েছে।