এম এনামুল্লাহ
এম এনামুল্লাহ

হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এম এনামুল্লাহ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এম এনামুল্লাহ। আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এম এনামুল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান। নিয়োগের দিন থেকে আগামী চার বছরের জন্য উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করাসহ কয়েকটি শর্তের কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এম এনামুল্লাহ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা।

প্রায় আড়াই মাস অপেক্ষার পর পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগ পেল হাজী দানেশ বিশ্ববিদ্যালয়। এর আগে গত ৫ আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্যাম্পাস ত্যাগ করেন সাবেক উপাচার্য এম কামরুজ্জামান। পরে ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যক্তিগত কারণ দেখিয়ে আচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারসহ প্রশাসনিক দায়িত্বে থাকা সবাই পদত্যাগ করলে রীতিমতো প্রশাসনশূন্য হয়ে পড়ে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়।

সবশেষ ২৯ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যৈষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা নিতে বলা হয়। গত ৩ সেপ্টেম্বর থেকে হাসান ফুয়াদ এলতাজ সেই দায়িত্ব পালন করে আসছিলেন।