এডুকেশনইউএসএর আয়োজনে দুই শিক্ষার্থী
এডুকেশনইউএসএর আয়োজনে দুই শিক্ষার্থী

১২০ শিক্ষার্থীর প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থী বেড়েছে ২৮ শতাংশ

২০২৩ সালে বাংলাদেশ থেকে ১৩ হাজার ৫৬৩ জন বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছেন। আজ বুধবার রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

মার্কিন দূতাবাস ঢাকার এডুকেশনইউএসএ টিম ২০২৪ সালের ফল সেমিস্টারে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা শুরু করতে যাওয়া বাংলাদেশের ১২০ জন শিক্ষার্থীর জন্য ইএমকে সেন্টারে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) সেশনের আয়োজন করে আজ। অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসকে সমৃদ্ধ করেছেন। গত বছর বাংলাদেশ থেকে ১৩ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেছেন, যা এযাবৎকালের রেকর্ড। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর তালিকায় ১৩তম দেশে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। আগের বছরের তুলনায় শিক্ষার্থী পড়তে যাওয়ার সংখ্যা বেড়েছে ২৮ শতাংশ।

অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের কনস্যুলার সেকশন, এডুকেশনইউএসএ, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভর্তি কর্মকর্তা, বর্তমান এবং সাম্প্রতিক কালে পড়াশোনা শেষ করেছেন—এমন শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তব্য দেন।

যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় শিক্ষার্থীরা যে ধরনের প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক ও জীবনযাত্রার পরিবর্তনের মুখোমুখি হবেন, সে বিষয়ে পরামর্শ দেন বক্তারা। স্টিফেন ইবেলি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক, পেশাদার ও ব্যক্তিগত বিকাশের এই যাত্রা শুরুর সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সুবিধা নিতে উৎসাহ জানান। নতুন অভিজ্ঞতা নেওয়া এবং বন্ধু ও সহকর্মীদের একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

এডুকেশনইউএসএ টিম ২০২৪ সালের ফল সেমিস্টারে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করতে যাওয়া বাংলাদেশের ১২০ শিক্ষার্থীর জন্য প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) সেশনের আয়োজন করেছিল

অর্ধবার্ষিক মূল্যায়নের প্রশ্নপত্র ফাঁস হয় প্রধান শিক্ষকদের মাধ্যমে, চিহ্নিত দুজনগত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা ৩০০%–এর বেশি বৃদ্ধি পেয়েছে। ২০১১-১২ সালে ৩ হাজার ৩১৪ জন শিক্ষার্থী বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে গেছেন। ২০২২-২৩ সালে সেই সংখ্যা ১৩ হাজার ৫৬৩ জনে পৌঁছেছে। বাংলাদেশি স্নাতক শিক্ষার্থীদের সংখ্যা ৫০% –এর বেশি বৃদ্ধি পেয়ে প্রায় ২ হাজার ৫০০ জন হয়েছে। প্রায় ১০ হাজার জন স্নাতক শিক্ষার্থী বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে স্নাতক শিক্ষার্থীদের সপ্তম তালিকায়।

গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা ৩০০%–এর বেশি বৃদ্ধি পেয়েছে

নতুন যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে যেতে যান, তাঁরা বিনা মূল্যে কিছু পরামর্শ পেতে পারেন। এর মধ্যে রয়েছে আমেরিকান সেন্টার, যুক্তরাষ্ট্র দূতাবাস, গুলশানের এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস এবং চট্টগ্রামে আমেরিকান কর্নার। এ ছাড়া খুলনা, সিলেট ও রাজশাহীর আমেরিকান কর্নারেও পরামর্শ পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার বিভিন্ন তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে