বুয়েটের শিক্ষার্থী জারিন তাসনিম শরীফ পেয়েছেন গ্লোবাল আন্ডারগ্রাজুয়েট অ্যাওয়ার্ড। নিজের স্নাতকের থিসিসের জন্য আর্কিটেকচার ও ডিজাইন বিভাগে এ পুরস্কার পেয়েছেন তিনি। জারিন তাসনিমের থিসিসের শিরোনাম ছিল ‘ওয়েস্ট ইন দ্য সিটি: অ্যাগ্লোমারেটিং লোকাল ইকোনমি অব মাতুয়াইল ল্যান্ডফিল।’
গ্লোবাল আন্ডারগ্রাজুয়েট অ্যাওয়ার্ডস বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ একাডেমিক পুরস্কারগুলোর মধ্যে একটি। বিশ্বব্যাপী ২৫টি ডিসিপ্লিনে জমা নেওয়া এসব আবেদনের মূল্যায়ন করেন পেশাদার শিক্ষাবিদেরা। সেই মূল্যায়নে পুরস্কার পেলেন বুয়েটের শিক্ষার্থী জারিন তাসনিম শরীফ।
সাতটি অঞ্চল থেকে এ আবেদন নেওয়া হয়। এগুলো আফ্রিকা ও মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, আয়ারল্যান্ড দ্বীপ, লাতিন আমেরিকা, ওশেনিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডা। আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিন্সের পৃষ্ঠপোষকতায় তিনটি বিভাগে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
বাংলাদেশি শিক্ষার্থীরা এর আগে ‘হাইলি কমেন্ডেড এন্ট্রান্টস’ ও ‘রিজিওনাল উইনার’ বিভাগে পুরস্কার পেয়েছেন। ৭৩টি দেশ থেকে ২ হাজার ৮১২টি আবেদনের মধ্যে থেকে জারিন তাসনিমের কাজটি বাংলাদেশ থেকে প্রথমবার পুরস্কার পেয়েছে। এ বিভাগে জারিন তাসনিমসহ বিশ্বের ২৫ জন বিজয়ী হয়েছেন। ঢাকার মানুষের সংস্কৃতি ও জীবনকে সুসংহত করে এবং মাতুয়াইলের হারিয়ে যাওয়া কৃষি–ঐতিহ্য ফিরিয়ে আনার বিষয়ে ছিল জারিন তাসনিমের থিসিস।