চন্দ্রযান-থ্রি নিয়ে ওয়েব পোর্টাল ও কোর্স চালু ভারতে

চন্দ্রযান-থ্রি মহাকাশ মিশনের সফল উৎক্ষেপণ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কোর্স চালু করছে ভারতের শিক্ষা মন্ত্রণালয়। একই বিষয়ে একটি পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। চন্দ্রযানের ওপর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটটির নাম হবে ‘আপনা চন্দ্রযান’। ১৭ অক্টোবর এক বিশেষ অনুষ্ঠানে এসব কথা বলা হয়েছে। এ–সংক্রান্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ভারতীয় মহাকাশ গবেষণাকেন্দ্রের (ইসরো) প্রধান এস সোমনাথসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, চন্দ্রযান-থ্রি মিশনের সাফল্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। স্কুলের শিক্ষার্থীদের মহাকাশ এবং চন্দ্রাভিযান–সম্পর্কিত বিষয় শেখাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ অক্টোবর এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ‘আপনা চন্দ্রযান’ নামক একটি ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বই, অনলাইন কুইজ প্রতিযোগিতা, ধাঁধা অনুশীলনের মতো বিভিন্ন ধরনের বিষয় জানার এবং শেখার সুযোগ পাবে।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে পোর্টালটি নিয়ে প্রচার করতে, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিশেষ কোর্স মডিউলগুলো প্রচার করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই বিশেষ কোর্সে ভর্তি হতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বলা হয়েছে।

নয়াদিল্লিতে এ–সংক্রান্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন, ২১ শতকের একটি অন্যতম প্রাপ্তি চন্দ্রযান-থ্রির সাফল্য। দেশের শিক্ষার্থীদের এ মিশনের নেপথ্যে থাকা বিভিন্ন কারিগরি এবং প্রযুক্তিগত উন্নয়নের বিষয়ে জানা প্রয়োজন। তাই তাদের মধ্যে বিজ্ঞানের চেতনা বৃদ্ধি করতে ওয়েব পোর্টালের মাধ্যমে ক্লাস করার ব্যবস্থাও করা হয়েছে।

এর আগে ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের চন্দ্রযান-৩ মহা কুইজের জন্য নিবন্ধনপ্রক্রিয়া পরিচালনা করতে বলেছিল। চন্দ্রযান-৩ মিশন এবং মহাকাশবিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান পরীক্ষা করার জন্য কুইজটি চালু করা হয়েছে। কুইজের লক্ষ্য হলো দেশের মহাকাশ অনুসন্ধানের প্রচেষ্টা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং শিক্ষার্থীদের মহাকাশ উদ্যোগ সম্পর্কে আরও জানতে অনুপ্রাণিত করা। আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে ৩১ অক্টোবর পর্যন্ত এর জন্য নিবন্ধন করতে পারবে।

ভারতীয় মহাকাশ গবেষণাসংস্থার সহযোগিতায় চন্দ্রযান-থ্রি নিয়ে মহা কুইজ আয়োজন করা হচ্ছে। কুইজে মহাকাশবিজ্ঞান, চন্দ্রযান-থ্রি মিশন এবং মহাকাশ অনুসন্ধান সম্পর্কে সাধারণ জ্ঞানসম্পর্কিত প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। একজন অংশগ্রহণকারী ১০টি প্রশ্নের জন্য ৩০০ সেকেন্ড সময় পাবে।

‘আপনা চন্দ্রযান’ ওয়েব পোর্টালে শিক্ষাবিষয়ক উপকরণের পাশাপাশি বিভিন্ন মডিউলের মাধ্যমে ২২টি ভাষায় কোর্স করার সুযোগ থাকবে। চন্দ্রযান মিশনের নেপথ্যে থাকা বৈজ্ঞানিকদের কার্যপদ্ধতি, কাজের ধরন, দলগতভাবে কাজের মতো বিষয়ের পাশাপাশি, বৈজ্ঞানিক, কারিগরি শিক্ষা এবং সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের মতো বিষয়েও আলোচনা করা হবে কোর্সে।

এ কোর্সের সব ক্লাস হবে অনলাইনেই। ক্লাস শেষে যেসব শিক্ষার্থী ৭০ শতাংশের বেশি নম্বর পাবে, তাদের ডিজিটাল প্রশংসাপত্র দেওয়া হবে। প্রথম এক হাজার সেরা শিক্ষার্থীকে বয়সের নিরিখে বিভিন্ন ধরনের বইও উপহার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা চন্দ্রযান-থ্রি–সম্পর্কিত মডিউলগুলো ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআটি)-এর ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবে।

প্রাথমিকভাবে, ২০২৪-এর আগস্ট পর্যন্ত পোর্টালটিকে চালু রাখা হবে। বর্তমান প্রজন্মের স্কুলশিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি, শিল্প এবং গণিত নিয়ে আরও উৎসাহ দিতে এ উদ্যোগ নিয়েছে ভারতের শিক্ষা মন্ত্রণালয়।