আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ, মেরিলিন কর্নওয়েল এবং রাজান খলিফা আল মুবারক
আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ, মেরিলিন কর্নওয়েল এবং রাজান খলিফা আল মুবারক

মোহাম্মদ বিন জায়েদ প্রজাতি সংরক্ষণ ফান্ডের জন্য আবেদন, ২৭ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন

আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৩

মোহাম্মদ বিন জায়েদ প্রজাতি সংরক্ষণ তহবিল (MBZ ফান্ড) ২০২৩-এর জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। যা সর্বোচ্চ ২৫ হাজার ডলার তথা ২৭ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। বিশ্বের যেকোনো দেশের ব্যক্তি উদ্যোগ যা প্রজাতি সংরক্ষণ কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত অথবা এই জাতীয় কাজের ক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে এই ফান্ড দেওয়া হয়।

মোহাম্মদ বিন জায়েদ প্রজাতি সংরক্ষণ তহবিল বিশ্বব্যাপী প্রজাতি সংরক্ষণ উদ্যোগ এবং কর্মকান্ডগুলোকে সহায়তা করে। এখন পর্যন্ত ১৬০টি দেশে ২৬০০ টিরও বেশি প্রকল্পে ফান্ডিং করেছে তারা। পৃথিবীর প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য আবুধাবি সরকার এবং জনগণের আন্তরিকতা ও অঙ্গীকার এই ফান্ডেটি পরিচালনার পেছনের কারণ হিসেবে কাজ করে।

এই ফান্ডের ফলে ১৬০০ টিরও বেশি প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে নতুন করে আবিষ্কার করা এবং রক্ষা করা সম্ভব  হয়েছে।

টাকার পরিমাণ

প্রতি প্রজেক্টের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার পর্যন্ত দেওয়া হয়।

ফান্ড প্রাপ্তির যোগ্যতা

  • প্রজাতি সংরক্ষণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত যে কেউ এই ফান্ডের জন্য আবেদন করতে পারবে।

  • বিলুপ্তপ্রায় অথবা বিলুপ্তির হুমকিতে আছে, অজানা কিংবা খুব কম জানা যায় এমন কোনো প্রাণি, উদ্ভিদ-গুল্ম অথবা ফাংগাসের প্রজাতির জন্য এই ফান্ড দেওয়া হয়।

  • সর্বোচ্চ ২৫ হাজার ডলার পর্যন্ত ফান্ড দেওয়া একটি প্রজেক্টের জন্য। আবেদনের ক্ষেত্রে ২৫ হাজার ডলারের বেশি উল্লেখ করলে তা আবেদনের অযোগ্যতা বলে বিবেচিত হবে।

  • আবেদনের ক্ষেত্রে ফান্ডের বাজেট অবশ্যই মার্কিন ডলারে হিসাব করে দিতে হবে।

  • আবেদন ইংরেজিতে করতে হবে।

যোগ্যতা সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদন

  • অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৩

  • আবেদন করতে ভিজিট করুন application.speciesconservation.org

আরো জানতে ভিজিট করুন speciesconservation.org