শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এসব নিয়োগ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এস এম হাসান তালুকদার। আর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম।

সবাই আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার। অবশ্য আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ শীর্ষ পর্যায়ে শিক্ষক-কর্মকর্তারা পদত্যাগ করেন। তাঁরা সবাই বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া। এখন সেসব পদে নিয়োগ দেওয়া হচ্ছে।