সরকারীকৃত কলেজের অধ্যক্ষ পদে বদলি/পদায়ন পেতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপকদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। ই-মেইলে সরকারীকৃত কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিতে আবেদন গ্রহণ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। ১০ মে পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন শিক্ষা ক্যাডারের অধ্যাপকেরা।
এসব তথ্য জানিয়ে সম্প্রতি এক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ে আগ্রহী কর্মকর্তারা সদ্য সরকারীকৃত কলেজে অধ্যক্ষ পদে পদায়নের জন্য ১০ মে পর্যন্ত ই-মেইলে (ds_col2@moedu.gov.bd) আবেদন পাঠাতে পারবেন।