মাধ্যমিকের পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান-শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদানের বরাদ্দ বেড়েছে ১০ শতাংশ। ২০২৫ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে অনুদানেন বরাদ্দ থাকবে ৭০ শতাংশ, যা আগে ছিল ৬০ শতাংশ।
বেসরকারি শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান দেওয়ার জন্য অনুসরণীয় সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত নীতিমালায় এ তথ্য পাওয়া গেছে। নীতিমালায় দেখা গেছে, কয়েকটি জায়গায় বেশ পরিবর্তন এনেছে অর্ন্তবর্তী সরকার।
অনুদানের বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বণ্টনে আনা হয়েছে পরিবর্তন। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান অনুদান পাবে মোট বরাদ্দের ১০ শতাংশ। মাধ্যমিক ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পাবে ৭০ শতাংশ। স্কুল অ্যান্ড কলেজ, উচ্চমাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজ পাবে ২০ শতাংশ।
এর মধ্যে মাধ্যমিক ও অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বরাদ্দ আগে ছিল ৬০ শতাংশ এবং স্কুল অ্যান্ড কলেজ, উচ্চমাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজের জন্য ছিল ৩০ শতাংশ। এবার কলেজ থেকে ১০ শতাংশ কমিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে।