মহান বিজয় দিবস উপলক্ষে ইয়ুথ অপরচুনিটিসের আয়োজনে শুরু হলো কবিতা লেখার প্রতিযোগিতা ‘বিজয়ের কবিতা’। এ প্রতিযোগিতার উদ্দেশ্য হলো লেখনীর মাধ্যমে বিজয়ের জ্ঞানকে আরও প্রস্ফুটিত করা এবং বিজয়ের ইতিহাস ছন্দে ছন্দে ফুটিয়ে তোলা। এই প্রতিযোগিতা তরুণ-তরুণীদের লেখনীর যাত্রাকে আরও শাণিত করবে এবং বাঙালির দেশপ্রেমের চেতনা আরও সমৃদ্ধ করবে।
কবিতা মানুষের চেতনা, বিশ্বাস ও ঐতিহ্যকে চিত্রায়িত করে। আর তা যদি হয় বিজয়ের উল্লাস ও উৎসব উদ্যাপনের মাধ্যম, তাহলে তো কথা নেই। কবিতা যেমন মানুষের অভ্যন্তরীণ চিন্তার বহিঃপ্রকাশ, তেমনি মানুষের আত্মবোধ উন্নয়নের ধারক বটে। বিজয়ের সম্ভাষণে তাই নিজেদের আরও উজ্জ্বল করে মেলে ধরতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ একান্ত কাম্য।
ইয়ুথ অপরচুনিটিসের সিইও মাকসুদুল আলম বলেন, এই বিজয়ের কবিতা প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি সমৃদ্ধির উৎসব। তরুণ-তরুণীরা এ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে নিশ্চিতভাবে তাঁদের লেখনীর ধারা আরও বিকশিত করতে সক্ষম হবেন।
বিজয়ী প্রার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়নের জন্য থাকবে ক্রেস্ট ও সার্টিফিকেট। এ ছাড়া জাতীয় পত্রিকায় কবিতা প্রকাশের লোভনীয় সুযোগ তো থাকছেই। প্রথম ও দ্বিতীয় রানারআপের জন্য একই পুরস্কার বরাদ্দ থাকবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই আয়োজনকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ই-সার্টিফিকেট পাবেন। এ আয়োজনের সঙ্গে রয়েছে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ। এ আয়োজনের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো ও ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো।
প্রতিযোগিতার বিস্তারিত এই ওয়েবসাইটে পাওয়া যাবে: https://host.youthop.com/bijoyerkobita/
লেখা পাঠানোর শেষ তারিখ: ১২ ডিসেম্বর ২০২৩