ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

হার্ভার্ডে সাইবার সিকিউরিটি কোর্স, ৫ সপ্তাহের কোর্সের বিস্তারিত জেনে নিন

যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হার্ভার্ড। বিশ্বের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে শিক্ষার্থীদের অনলাইনে কোর্স পড়ার সুযোগ করে দেয়। এবার দিচ্ছে ‘সাইবার সিকিউরিটি’ কোর্স। অনলাইনে এ কোর্স সম্পূর্ণ বিনা মূল্যে বাড়িতে বসে যে কেউ করতে পারবেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একাডেমিক শ্রেষ্ঠত্বের জন্য বিখ্যাত। সাইবার সিকিউরিটি কোর্সটি এমনভাবে সাজানো যেন শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞানার্জন করতে পারেন। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ মিলবে এ কোর্সে। বাস্তব বিশ্বের সঙ্গে মিল রেখে কেস স্টাডির মাধ্যমে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ আছে হার্ভার্ডের এই কোর্সে।

প্রযুক্তি নিয়ে পড়াশোনা বা জানাশোনা এবং প্রযুক্তি সম্পর্কে জানাশোনা বা পড়াশোনা না থাকলেও শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি কোর্সটি করতে পারবেন। সাইবার নিরাপত্তার ঝুঁকি ও হুমকির বিরুদ্ধে কীভাবে অ্যাকাউন্ট, ডেটা, সিস্টেম ও সফটওয়্যার সুরক্ষিত করতে হয় এবং কীভাবে আগামীর বিশ্বকে চিনতে পারা যায়, তা নিয়েই কোর্সটি। কীভাবে নিজের গোপনীয়তা রক্ষা করবেন, তা–ও আছে এ কোর্সে। সাইবার সিকিউরিটি কোর্সটিতে বাস্তব বিশ্বের ঘটনা দ্বারা অনুপ্রাণিত এবং আছে অ্যাসাইনমেন্টও।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন এই কোর্স পাঁচ সপ্তাহের। এই পাঁচ সপ্তাহে ‘সিকিউরিং অ্যাকাউন্টস, সিকিউরিং ডেটা, সিকিউরিং সিস্টেম, সিকিউরিং সফটওয়্যার, প্রিসার্ভিং প্রাইভেসি’ সম্পর্কে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকেরা আলোচনা করবেন। কোর্সটির কারিকুলাম তৈরি করেছেন হার্ভার্ডের সেরা শিক্ষকেরাই। কোর্স শেষে বিশ্ববিদ্যালয় থেকে একটি সার্টিফিকেট বা সনদ মিলবে। সাইবার নিরাপত্তা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগও থাকছে।

ছবি: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া।

কীভাবে আবেদন করবেন

হার্ভার্ড ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি কোর্সে আগ্রহী হলে এখানে ক্লিক করুন