অষ্টম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনের ৫ কোটি ২০ লাখ বই ছাপানোর প্রস্তাব অনুমোদন

২০২৫ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ৫ কোটি ২০ লাখ ৫৪ হাজার ২৭৬টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার। সম্প্রতি এ অনুমোদন দেওয়া হয়। প্রায় ২৬৯ দশমিক ৬৯ কোটি টাকা ব্যয়ে ১০২টি লটে প্রায় ৭৬টি প্রতিষ্ঠান সাধারণ, দাখিল, কারিগরি শিক্ষার্থীসহ বাংলা ও ইংরেজি উভয় সংস্করণের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের হাতে যত তাড়াতাড়ি সম্ভব পাঠ্যবই পৌঁছে দিতে আজকের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।