ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া করোনাকালে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় নেওয়া আবাসন ফি ও পরিবহন ফি ফেরত নিতে শিক্ষার্থীদের নিজেদের বিভাগ-ইনস্টিটিউটে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। ওই সভায় উপাচার্য মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিনস কমিটির সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির সময় প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ, পঞ্চম বর্ষ (ফার্মেসি) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে আবাসন ফি ও পরিবহন ফি নেওয়া হয়েছিল। করোনা মহামারি পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকাকালীন (মার্চ ২০২০-২০২১) বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু না হওয়া পর্যন্ত ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির সময় শিক্ষার্থীদের দেওয়া আবাসন ফি ও পরিবহন ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মওকুফ করেছে। ওই দুই ফি সমন্বয় করে নিজ নিজ বিভাগ-ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষার্থীদের ফেরত দেওয়া হচ্ছে।
নিজ নিজ বিভাগ-ইনস্টিটিউটে যোগাযোগ করে মওকুফ হওয়া ওই ফির চেক নেওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।