মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ
মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ

গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন মাউশির মহাপরিচালক

গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাউশির মহাপরিচালকের পদটি গ্রেড-১ পদের হলেও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদ ও গ্রেড সংক্রান্ত জটিলতার কারণে সাধারণত খুব কম কর্মকর্তাই গ্রেড-১ পদে যেতে পারেন। মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের পর অধ্যাপক নেহাল আহমেদই মাউশির মহাপরিচালক হিসেবে গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন।

২০২২ সালের জানুয়ারিতে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক নেহাল আহমেদ। এখন পূর্ণ দায়িত্ব পেলেন। চলতি মাসে তাঁর চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষা প্রশাসনে আলোচনা আছে তাঁকে চুক্তি ভিত্তিতে একই পদে রাখা হতে পারে।

মাউশির মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে অধ্যাপক নেহাল আহমেদ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।