স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে আইসিটি প্রতিযোগিতা চালু করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে। ১৭ নভেম্বর পর্যন্ত যেকোনো বিষয়ে অধ্যয়নরত স্নাতক শিক্ষার্থী ‘হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন ২০২৩-২৪’ এ অংশ নিতে পারবেন। বাংলাদেশ পর্বে ছয়জন বিজয়ী পাবেন ল্যাপটপ এবং রিজিওনাল পর্বে বিজয়ীদের চীনের গ্লোবাল ক্যাম্পে।
হুয়াওয়ে আইসিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হুয়াওয়ে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট কিছু কোর্স দেওয়া হবে। নেটওয়ার্ক ট্র্যাক, ক্লাউড ট্র্যাক ও কম্পিউটিং ট্র্যাক—তিন ভাগে কোর্সগুলোকে ভাগ করা হবে। প্রতিযোগিতায় নিবন্ধনের সময় শিক্ষার্থীরা যেকোনো একটি বিষয় নির্বাচন করতে পারবেন। প্রতিযোগিতায় বিভিন্ন ধাপ পার হওয়ার জন্য প্রতিযোগীদের অধ্যয়ন, প্রস্তুতি ও মক টেস্টে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল রাউন্ডের আগে একটি প্রিলিমিনারি পরীক্ষাও হবে।
আগামী ২৭ ডিসেম্বর অনলাইনে ন্যাশনাল রাউন্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় সত্য/মিথ্যা (ট্রু অর ফলস), এক কথায় উত্তর এবং একাধিক উত্তরসংবলিত প্রশ্ন (মাল্টিপল-আনসার কোয়েশ্চেন) থাকবে।
রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন