টেক্সটাইল বাংলাদেশের অন্যতম রপ্তানিপ্রধান একটি খাত। হাজারো শিক্ষার্থী প্রতিবছরের স্নাতক শেষে এ খাতে ক্যারিয়ার গড়ে তুলতে চান। ক্যারিয়ার গঠনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও আবদান রাখেন তাঁরা। এ বিষয়ে উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী বিদেশে পাড়ি দেন। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে আছে এ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ। বিশ্বের অন্য দেশের তুলনায় জার্মানি টেক্সটাইল উচ্চশিক্ষায় এগিয়ে। টেক্সটাইল বিষয়ে জার্মানিতে সরকারি বা বেসরকারিভাবে গবেষণাও হয়। তাই পড়াশোনা শেষে জার্মানিতে এ খাতে কাজ করার ও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এখন জার্মানিতে টেক্সটাইল উচ্চশিক্ষা বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
টিউশন ফি ছাড়া আন্তর্জাতিক মানের পড়াশোনার জন্য চাইলে আপনিও জার্মানিকে বেছে নিতে পারেন। অন্য বিষয়ের মতো জার্মানিতে টেক্সটাইলে মাস্টার্স করার করার মতো খুব বেশি অপশন না থাকলেও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে খুব কম খরচে মাস্টার্সে ভর্তির সুযোগ আছে।
বিদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির বেশির ভাগ বিশ্ববিদ্যালয় ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইউনিএসিস্ট নামের একটা প্রতিষ্ঠানের সাহায্য নেয়, যারা আবেদনপ্রক্রিয়ার সব বিষয় যাচাই-বাছাই করে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের যোগ্যতা সম্পর্কে প্রতিবেদনে দাখিল করে। বিশ্ববিদ্যালয় সেই প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষার্থীদের অফার লেটার দেয়।
Hochschule Niederrhein University of applied science: এটি জার্মানির মুনশেনগ্লাডবাগ শহরে অবস্থিত।
বিষয়: ম্যানেজমেন্ট অব টেক্সটাইল ট্রেড অ্যান্ড টেকনোলজি।
আইইএলটিএসে ৭/এমওআই (MOI-মিডিয়াম অব ইন্সট্র্যাকশন) প্রয়োজন। যাঁরা ৪ বছরমেয়াদি স্নাতকে ইংরেজি মাধ্যমে পড়েছেন, তাঁদের ক্ষেত্রে প্রমাণ হিসেবে এমওআই দিলেও চলবে।
এগুলোর সঙ্গে মোটিভিশন লেটার, সিভি, রিকমেন্ডেশন লেটার, চাকরির অভিজ্ঞতা (অপশনাল)।
প্রতি সেমিস্টারের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৫টি বিষয় দেওয়া থাকবে, সেখান থেকে যেকোনো একটি বিষয়ে ২ পৃষ্ঠার Research and development (R&D) লিখতে হবে। এখানে মূলত R&D আর ভালো ফলাফলের ওপর অফার লেটার পাওয়া নির্ভর করে।
আবেদনের সময়: এ বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টারের জন্য ১৫ জুন এবং উইন্টার সেমিস্টারের জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত ইউনিএসিস্টের মাধ্যমে আবেদন করা যাবে।
Hof University of applied science: যাঁরা টেক্সটাইলে স্নাতক করেছেন এবং জার্মান এআই সার্টিফিকেট আছে, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।
বিষয়: Sustainable Textile (M.Eng)।
ভাষা: আইইএলটিএসে ৬ দশমিক ৫/এমওআই/টোয়েফেল-৯০ (মিনিমাম) প্রয়োজন।
এগুলোর সঙ্গে মোটিভেশন লেটার, চাকরির অভিজ্ঞতা, রিকমেন্ডেশন লেটার, সিভি।
আবেদনের সময়: Sustainable Textile (M.Eng) এ সামার সেমিস্টারে ভর্তির জন্য ৫-৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যায়। উইন্টার সেমিস্টারের জন্য ১৫ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ইউনিএসিস্টের মাধ্যমে আবেদন করা যাবে।
TU Dresden: জার্মান ভাষা বি টু (B2) পর্যন্ত করা থাকলে এখানে আবেদন করা যাবে। এ বিষয়ে স্কলারশিপ পাওয়া যায়।
বিষয়: Textile Machinery and High Performance Material Technology।
মোটিভেশন লেটার, চাকরি অভিজ্ঞতা, রিকমেন্ডেশন লেটার ও সিভি লাগবে।
প্রতিবছর ৩১ মে পর্যন্ত ইউনিএসিস্টের মাধ্যমে এই বিষয়ে আবেদন করা যাবে।
আবেদনের সময়: স্কলারশিপের জন্য প্রতিবছর ১ অক্টোবর থেকে আবেদন করা যাবে।
RWTH Aachen University: এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে টিউশন ফি লাগবে। প্রতি সেমিস্টার ৫ হাজার ৫০০ ইউরো লাগবে টিউশন ফি। তবে যাঁরা রিসার্চ করতে চান, তাঁদের জন্য ভালো অপশন আছে এখানে। প্রতিবছর ২ ডিসেম্বর শুরু হয়ে ১ মার্চ পর্যন্ত সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার ও সিভি লাগবে।
Martin Luther university: টেক্সটাইলে পড়াশোনা করে যাঁরা পলিমার নিয়ে আরও পড়তে চান, তাঁরা এখানে আবেদন করতে পারেন।
বিষয়: Polymer Material Science.
ভাষা: আইইএলটিএসে ৬/টোয়েফেল ২১৩ (কম্পিউটার বেজড, ৫৫০ পেপার বেজড) প্রয়োজন।
মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার ও সিভি লাগবে।
প্রতিবছর ১৫ জুন পর্যন্ত উইন্টার সেমিস্টারের জন্য ইউনিএসিস্টের মাধ্যমে আবেদন করা যাবে।
Kaiserslautern University of applied Science, Pirmasens.
বিষয়: Refinement of Polymer and composite products
ভাষা: আইইএলটিএসে ৬ দশমিক ৫/জার্মান ল্যাঙ্গুয়েজ বিওয়ান (German language B1)
মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার ও সিভিও লাগবে।
আবেদনের সময়: সামার সেমিস্টারে জন্য ১৫ নভেম্বর এবং উইন্টার সেমিস্টারের জন্য ৩১ মে থেকে ইউনিএসিস্টের (Uniassist) মাধ্যমে আবেদন করা যাবে।
Hochschule Fresenius University of applied science, Berlin.
বিষয়: Master’s of Arts in Sustainability in Fashion and creative Industries.
ভাষা: আইইএলটিএসে ৬ দশমিক ৫
যাঁরা ফ্যাশন নিয়ে পড়তে চান, তাঁরা এখানে আবেদন করতে পারেন। আইইএলটিএসে ৬ দশমিক ৫ এর সঙ্গে মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার, সিভি থাকলে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়: প্রতিবছর ৩১ মে থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন করা যাবে।
এর বাইরে আরও কিছু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আবেদন করা যায়।
লেখক: শরীয়ত উল্লাহ টিটু, শিক্ষার্থী, ম্যানেজমেন্ট অব টেক্সটাইল ট্রেড অ্যান্ড টেকনোলজি, Hochschule Niederrhein University of Applied Science, জার্মানি