সহকর্মীকে মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পদাবনতি করা হয়েছে। গতকাল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। সহ-উপাচার্য মুহাম্মদ সামাদ, এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামের বিরুদ্ধে আনীত অসদাচরণ ও শৃঙ্খলাপরিপন্থী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে পদাবনতি করে সহযোগী অধ্যাপক করা হয়েছে। অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটি ও ট্রাইব্যুনালের সুপারিশে সিন্ডিকেট ওই শিক্ষকের বিরুদ্ধে পদাবনতির সিদ্ধান্ত নিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পদাবনতির শাস্তি পাওয়া শিক্ষক মেজবাহ্-উল-ইসলামের বিরুদ্ধে ২০১৮ সালের ১৪ মার্চ এক সহকর্মীকে মারধরের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছে ওই ঘটনার বিচার চেয়ে লিখিত অভিযোগ দেন।