মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা হবে শিক্ষাপ্রতিষ্ঠানে, যেভাবে আয়োজন

শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার খোঁজে শুরু হচ্ছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিম্নমাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৮ মার্চ।

শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শুরু হবে। প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা চলবে ১৮ থেকে ১৯ মার্চ। আগামী ৩০ এপ্রিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে। প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি।

মাউশি প্রকাশিত সূচি অনুযায়ী, ১৮ থেকে ১৯ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতা চলবে। এরপর ২৪ মার্চে হবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা, জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। আর ২৭ মার্চ ঢাকা মহানগর পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২১ এপ্রিল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে ৩০ এপ্রিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।