প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রাম ২০২৪-২৫ শিক্ষাবর্ষে (এক বছর মেয়াদি, দুই সেমিস্টার) ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। মোট ৫০ জন প্রার্থী ভর্তির সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে দুই বা তিন বছর মেয়াদি স্নাতক (পাস) অথবা তিন বা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর/সিজিপিএ ২.০০ পেতে হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে ‘প্রাথমিক আবেদনপত্র’ পূরণ করতে হবে। আবেদন ফি দেওয়ার পর পিআইবির ওয়েবসাইট থেকে ‘ভর্তি আবেদন ফরম’ পূরণ করতে হবে। পিআইবি ওয়েবসাইটে অনলাইন আবেদন করার শেষ তারিখ ১৮ ডিসেম্বর।
আবেদন ফি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিক আবেদন করার পর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ ০১৯৭৮৮১৮৮৫৬ নম্বরে ৫০০ টাকা পাঠাতে হবে। রেফারেন্সে প্রাথমিক আবেদনের রোল নম্বর লিখতে হবে। ট্রানজেকশন আইডি সংরক্ষণ করতে হবে।
আবেদনের সময় যেসব কাগজ লাগবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা ‘প্রাথমিক আবেদনপত্র’-এর পিডিএফ কপি (শিক্ষার্থীর স্বাক্ষরসহ ও স্বাক্ষরবিহীন), পাসপোর্ট আকারের রঙিন ছবি (সফট কপি), স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার সনদ, নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত স্ক্যান কপি (পিডিএফ), দ্বৈত ভর্তি না হওয়া সংক্রান্ত অঙ্গীকারনামার স্বাক্ষরিত কপি (পিডিএফ), সংবাদপত্র, বিজ্ঞাপনী সংস্থা ও অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিকতা ও গণযোগাযোগ-সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্রের পিডিএফ কপি।
কোর্স ফি
কোর্স ফি বাবদ ১৬ হাজার টাকা এককালীন দিতে হবে।
ক্লাস
শুক্র ও শনিবার, সকাল ৯টা-বিকেল ৫টা (ক্লাসের সময় পরিবর্তনযোগ্য, ক্লাস শুরুর তারিখ পরে জানানো হবে)।
বিস্তারিত জানতে যোগাযোগ
সমন্বয়কারী, সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রাম, মুঠোফোন: ০১৯৭৮৮১৮৮৫৬ (সকাল ৯টা থেকে বিকেল ৫টা) ৩, সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০। ওয়েবসাইট ।