সব শিক্ষার্থীর আশা থাকে উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষে ভালো ক্যারিয়ার গড়ার। অনেকের ভাবনায় থাকে কম খরচে বিদেশে পড়াশোনা করার। শিক্ষাব্যবস্থা ও উন্নত জীবনের সঙ্গে খরচের হিসাব মিললেই উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান অনেকেই। কেউ কেউ বৃত্তি পেয়ে পাড়ি জমান। কেউ কেউ নিজ খরচেও পড়তে যান বা যেতে চান। যাঁরা বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চান, তাঁদের জন্য টিউশন ফি ছাড়াই বিশ্বের পাঁচ দেশে পড়তে যাওয়ার সুযোগ আছে। ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সেই দেশগুলোর কথা জানিয়েছে।